বহরমপুর, ২৩ অগাস্ট: ৬০০ কেজি ইলিশ মাছ (Hilsa fish) বাজেয়াপ্ত করল বিএসএফ (BSF)। শনিবার মুর্শিদাবাদের ফরাজিপারা (Farzipada) ভারত-বাংলাদেশ সীমান্তে নদীতে রুটিন টহল চলাকালীন বিএসএফ কর্মীরা ইলিশ মাছ আটক করেছে। এত পরিমাণ মাছ বাংলাদেশ থেকে আনা হচ্ছিল বলে জানা গেছে।
বাংলাদেশের পদ্মা নদীর (Padma river) ইলিশের প্রচুর চাহিদা রয়েছে পশ্চিমবঙ্গে। যদিও লকডাউনের কারণে বাংলাদেশ থেকে সেইভাবে মাছ আমদানি হচ্ছে না। সেই কারণেই বাড়ছে চোরাচালান। আরও পড়ুন: Visva Bharati University: রবীন্দ্রনাথ নিজেও বহিরাগত ছিলেন, রাজনৈতিক উস্কানিতেই বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর হয়, চিঠিতে অভিযোগ বিশ্বভারতীর উপাচার্যের
BSF SEIZED 600 Kgs of HILISH FISH FROM RIVER GANGA
On 22, August 2020, troops of BOP Farzipada 141 Bn in the border area of Distt- Murshidabad West Bengal, seized 600 Kgs of Hilish fish worth Rs 9,60,000/- while being smuggled from Bangladesh to India through river Ganga. pic.twitter.com/6TXaOkOhH8
— BSF_SOUTH BENGAL: KOLKATA (@BSF_SOUTHBENGAL) August 22, 2020
বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বিবৃতিতে বলা হয়েছে, একটি স্পিড বোটে করে বিএসএফ-র ১৪১ ব্যাটেলিয়নের জওয়ানরা নদীতে টহল দিচ্ছিলেন। সেই সময় তাঁরা একটি পাটের বস্তা জলে ভাসতে দেখেন। খুলে দেখা যায় তার ভেতরে প্লাস্টিকের ব্যাগে ইলিশ মাছ রয়েছে। উদ্ধার হওয়ার মাছের দাম ভারতে আনুমানিক ১০ লাখ টাকা। বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের দিকে ৪-৫ জনকে ওই ইলিশ মাছের বস্তা জলে ফেলতে দেখা যায়। যদিও তারা পালিয়ে যেতে সক্ষম হয়।