Photo Credits: ANI

মুর্শিদাবাদ: ভারত ও বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh border) এলাকা থেকে ৫টি সোনার বিস্কুট (gold biscuits) বাজেয়াপ্ত করল বর্ডার সিকিউরিটি ফোর্স। সোনার বিস্কুটগুলি পাচার করার সময় এক ব্যক্তিও গ্রেফতার (arrest) করেছে তারা। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের (West Bengal) মুর্শিদাবাদ (Murshidabad)।

শুক্রবার এপ্রসঙ্গে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে জানানো হয়, বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে পাঁচটি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে বিএসএফ (BSF)। এগুলির বর্তমান বাজারমূল্য সাড়ে ৩৩ লক্ষ টাকা। এই ঘটনায় আলমগীর শেখ (Alam Gir Sheikh) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি ওই সোনার বিস্কুটগুলি বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে (India) পাচার করার (smuggling) চেষ্টা করছিল। জেরার সময় ওই ব্যক্তি জানিয়েছে, ওই সোনার বিস্কুটগুলি বাংলাদেশের একজন পাচারকারী জাহিরুল শেখের থেকে নিয়ে এসেছিল সে। আরও পড়ুন: Akhilesh Yadav On Mamata: তৃণমূলের ভূয়সী প্রশংসা, বিজেপিকে হারিয়ে মমতাকে জেতানোর জন্য কলকাতার মানুষকে অভিনন্দন অখিলেশের