Bratya Basu (Photo Credit: Twitter)

কলকাতা, ৩০ ডিসেম্বর:  চলতি বছরে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হলেন ব্রাত্য বসু (Bratya Basu)। অন্যান্য় নাটক এবং মীরজাফর-এর জন্য এ বছর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ব্রাত্য বসুর নাম মনোনীত হওয়ায়, খুশির হাওয়া বাংলা সংস্কৃতি জগতে।

বাংলার পাশাপাশি দেশের আরও ২০টি ভাষায় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার (Sahitya Akademi Award) দেওয়া হবে। বছর শেষে ব্রাত্য বসুর নাম বাংলা সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত হওয়ায় খুশির হাওয়া সব মহলে।

আরও পড়ুন: Mamata Banerjee: কেন্দ্রের মাথা ব্যাথা কুম্ভ নিয়ে, গঙ্গাসাগর মেলা নিয়ে ভাবে না ওরা, ওমিক্রন আবহে তোপ মুখ্যমন্ত্রীর

দমদম কেন্দ্রের বিধায়ক ব্রাত্য বসুকে রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি বছর মুখ্যমন্ত্রী যখন মুম্বই সফরে যান, সেই সময়ও তাঁর সঙ্গে দেখা যায় রাজ্যের শিক্ষামন্ত্রীকে। ওই সময় জাভেদ আখতার, শোভা দে সহ অন্যান্য বিশিষ্টদের সঙ্গে ব্রাত্য বসুর পরিচয় করিয়ে দেন মুখ্যমন্ত্রী।