প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যজুড়ে রোগী মৃত্যুর প্রসঙ্গ সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির সময়ে তুলেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এরই মাঝে জানা গেল, সরকারি হাসপাতালে পরিষেবা না পেয়ে মৃত্যু হয়েছে ডেঙ্গু (Dengue) আক্রান্ত এক কিশোরের। দক্ষিণ দমদমের (South Dumdum) পৌর হাসপাতালে পরিষেবা দেওয়া হয়নি বলে অভিযোগ তোলে মৃত নাবালকের পরিবার।

জানা গিয়েছে, দক্ষিণ দমদম পরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগর দাস ভিলা এলাকার বাসিন্দা মৃত কিশোর। জ্বর এসেছিল তাঁর। ওষুধে না সারায় বৃহস্পতিবার ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসতেই শুক্রবার সকালে দক্ষিণ দমদমের পৌর হাসপাতালে ছেলেকে নিয়ে যায় বাবা-মা। কিন্তু সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি বলে অভিযোগ। রোগীকে অন্যত্র ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়। এরপর ছেলেকে বেলেঘাটা ইডি-তে নিয়ে যায় পরিবার। কিন্তু সেখানেও চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ তোলে পরিবার। স্যালাইন না দিয়েই ফেলে রাখা হয়েছিল রোগীকে। আইডি-তে থাকাকালীনই কিশোরের প্লেটলেট দেড় লক্ষ থেকে ৪০ হাজারে নেমে আসে। ছেলের শরীরের অবস্থা আরও অবনতি হচ্ছে দেখে আর সময় নষ্ট না করে শনিবার সকালেই ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানেই বিকেলে মৃত্যু হয় পঞ্চম শ্রেণির কিশোরের।

অসহায় মায়ের কাতর অভিযোগ, 'বিনা চিকিৎসায় ফেলে রেখে একটা রাতের মধ্যে ছেলেটার প্রাণটা চলে গেল। আন্দোলন চলুক, আন্দোলনের পক্ষে আমরা কিন্তু এই আন্দোলনের জেরে আমাদের মত সাধারণ মানুষকে এইভাবে ভুগতে হচ্ছে'।