LOK SABHA ELECTIONS 2019:বনগাঁ লোকসভা কেন্দ্রের এবারের প্রার্থী তালিকা, গতবারের ফলাফল এক নজরে
জলপাইগুড়ি লোকসভায় এবার চতু্র্মুখী লড়াই। (Photo Credit: LatestLY)

বনগাঁ:‌ (Bongao)উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)সীমান্ত শহর বনগাঁ। এই কেন্দ্রের বড় ফ্যাক্টর মতুয়া সম্প্রদায়ের মানুষ। তাদের ভোট পেতে মোদি থেকে মমতা (Mamata Banerjee)সকলেই মরিয়া।

বিধানসভা কেন্দ্র:‌ কল্যাণী,হরিণঘাটা,বাগদা,বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপ নগর অনুপ্রবেশ আর মতুয়া সম্প্রদায় এই দুটিই বনগাঁ লোকসভা ভোটের মূল ফ্যাক্টর। মতুয়া মহাসঙ্ঘেরর প্রধান বড়মাকে হাতে রাখতে সবরকম চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। এমনকী মোদিও ছুটে এসেছেন বড়মার কাছে। বড়মার প্রয়াণের পর এখন তাঁর জায়গায় বসেছেন মমতাবালা ঠাকুর। যিনি তৃণমূল সাংসদ।

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী

মমতা ঠাকুর(‌তৃণমূল কংগ্রে)‌(Mamata Thakur)

অলোকেশ দাস(‌সিপিএম)‌

শান্তনু ঠাকুর(‌বিজেপি)‌(Shantanu Thakur)

সৌরভ প্রসাদ(‌কংগ্রেস)‌

মন্তব্য:‌ মমতাবালা ঠাকুরের দৌলতে মতুয়া সম্প্রদায়ের ভোট দখলে রাখতে মরিয়া তৃণমূল। অন্যদিকে বিজেপিও এলাকা ছাড়তে নারাজ।