Bombs recovered in Siliguri (Photo Credits: ANI)

শিলিগুড়ি, ২ এপ্রিলঃ  উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরই মাঝে মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন খোলাচাঁদ ফাপরি এলাকায় থেকে তাজা বোমা উদ্ধারের খবর মিলল। হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়। স্থানীয় একটি ব্রিজের নীচে তিনটি টাটকা বোমা পড়ে থাকার খবর এলাকাবাসীরাই পুলিশকে জানায়। ফোন পেয়ে বম্ব স্কোয়াড, দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বম্ব স্কোয়াড ব্রিজের নীচ থেকে বোমা গুলি উদ্ধার করে। এরপর নদীর চরে গিয়ে বোমা তিনটি নিষ্ক্রিয় করে দেয়। লোকসভা ভোটের আর ১৭ দিন বাকি। দেশজুড়ে জারি রয়েছে আদর্শ আচরণবিধি। তারই মাঝে শিলিগুড়ির স্থানীয় এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় দুশ্চিন্তায় পুলিশ এবং প্রশাসন।

আরও পড়ুনঃ জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫ হাজার বাড়ি, দুর্গতদের পাশে প্রশাসন, জানালেন মুখ্যমন্ত্রী

বোমা নিষ্ক্রিয়করণ... 

নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন খোলাচাঁদ ফাপরি এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে খবর।