Blast Representative Photo (Photo Credits: ANI)

বুধবার থেকেই রণক্ষেত্র পরিস্থিতি জগদ্দলে (Jagaddal)। স্থানীয় একটি জুটমিলকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই শুরু হয় বোমাবাজি। বৃহস্পতিবার সকালেও তা অব্যাহত থাকে। অভিযোগ, এদিন দুপুর আটচালা বাগান রোড এলাকায় এক জুটমিল কর্মীর বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা। আর সেই হামলা দেখে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন এক ব্যক্তি। এই হামলায় টালির চালের বাড়ির একাংশ ভেঙে পড়ে। উল্লেখজনক ভাবে, ঘটনাস্থল থেকে কমবেশি ৫০০ মিটার দুরত্বেই অবস্থিত পুলিশের আউটপোস্ট, তারপরেও কীভাবে এই হামলা হল সেটাই এখন বড় প্রশ্ন।

জুটমিলের অশান্তিকে কেন্দ্র করে উত্তপ্ত জগদ্দল

জানা যাচ্ছে, গতকাল রাতে মেঘনা জুটমিলের সামনে ঝামেলা হয়। বোমাবাজির শব্দে ওই এলাকায় থাকা বিজেপি নেতা অর্জুন সিং বাইরে বেরিয়ে আসেন এবং ঘটনাস্থলে যান। যার জেরে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, বুধবার রাতে বিজেপি নেতাকে লক্ষ্য করে চলে গুলি। যদিও সেই গুলির ঘায়ে আহত হয়েছেন এক তৃণমূল কর্মী। তারপর থেকেই পাল্টা অভিযোগ উঠছে অর্জুনের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী তৃণমূল কর্মীদের অভিযোগ, অর্জুনই নাকি গুলি চালিয়েছিল। এদিকে পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজ এসেছে তা দেখে মনে হচ্ছে অর্জুনের পাশে থাকা এক যুবক গুলি চালিয়েছে।

পুলিশের তলবে সাড়া দেননি অর্জুন

আর তারপর থেকেই অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারির দাবি উঠছে। এদিকে বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁকে তলব করেছিল। তবে হাজিরা দিতে আসেননি অর্জুন সিং। তারপর এদিন দুপুরেও তাঁকে নোটিশ পাঠানো হয়। কিন্তু তাতেও তিনি সাড়া দেননি। এদিকে আবার জুটমিলের এক কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। সবমিলিয়ে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত জগদ্দল।