ছবি ট্য়ুইটার

বাঁকুড়া, ২৩ মে: করোনাকালেই (COVID-19) ব্ল্যাক ফাঙ্গাসের (Black Fungus) হানায় বিপর্যস্ত মানুষ। রাজ্যেও বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্ৰমণ। ব্ল্যাক ফাঙ্গাসের হানা এবার জেলাগুলিতে। বাঁকুড়ায় ২ জনের শরীরে বাসা বেঁধেছে ব্ল্যাক ফাঙ্গাস। পুরুলিয়া থেকেও একজন রোগী এই সংক্রমণ নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, আক্রান্তদের মধ্যে একজন ৬৭ বছরের মহিলা রয়েছেন। ইতিমধ্যে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাকি দুই পুরুষ রোগী। একজনের বয়স ৩৭ ও আরেকজনের বয়স ৪৫ বছর। তাঁরা সকলেই করোনায় (COVID-19) আক্রান্ত হন বলেই সংবাদমাধ্যম সূত্রে খবর। করোনায় আক্রান্ত হওয়ার সময়ই তাঁরা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন বলে জানা যায়। আরও পড়ুন, 'আপনাকে ছাড়া বাঁচতে পারব না', প্রিয় দিদিকে চিঠি লিখে দলে ফেরার আর্জি সোনালি গুহর

এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়। মাথাব্যাথা, চোখ লাল, চোখে যন্ত্রণা, শ্বাসকষ্টর মতো উপসর্গগুলি দেখা যাওয়ার কারণে চিকিৎসকেরা বুঝতে পারেন তাঁরা কালো ছত্রাকের কবলে পড়েছেন। রাজ্যের স্বাস্থ্যদপ্তরের তরফে প্রকাশিত নতুন গাইডলাইন মেনেই আক্রান্তদের ওষুধ দেওয়া হয়েছে।

অন্যদিকে ব্ল্যাক ফাঙ্গাসের হানায় মুম্বই, গুজরাট, মধ্যপ্রদেশে শতাধিক রোগী আক্রান্ত হচ্ছে। এই নিয়ে মোট ৮টি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে।