মালদার ছবি (Photo Credits: X@IANS)

নয়াদিল্লিঃ আকাশ থেকে পাকিস্তানের (Pakistan) মাটিতে নিখুঁত নিশানা। পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) প্রতিবাদে বুধবার মাঝরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর। (Operation Sindoor)' গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হানায় নাম ওঁ পরিচয় জেনে খুন করা হয় পুরুষ পর্যটকদের। স্বামী হারিয়ে কপালের সিঁদুর মোছে বহু মহিলার। তাঁদের সিঁদুরের বদলা নেওয়ার জন্যই কি এই অভিযানের নাম দেওয়া হয়েছে, 'অপারেশন সিঁদুর', এই ধরনের প্রশ্ন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ পাকিস্তানের আকাশে কীভাবে সফল হল 'অপারেশন সিঁদুর' দেশবাসীকে জানালেন ভোমিকা, কে এই 'আকাশকন্যা?' রইল বিস্তারিত

অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে মালদায় 'বিশেষ' উদযাপন

এবার পথচলতি বিবাহিত মহিলাদের সিঁথিতে সিঁদুর দিয়ে 'অপারেশন সিদুর'-এর সাফল্য উদযাপন বিজেপি যুব মোর্চার। মালদহের রাস্তায় নেমে মহিলাদের সিঁথিতে সিঁদুর দিতে দেখা গেল বিজেপি যুব মোর্চার নেত্রীদের। শুধু তাই নয়, পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয় বিজেপি যুব মোর্চার তরফে।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এই মুহূর্তের ভিডিয়ো। প্রসঙ্গত, গত ২২ এপ্রিলের পর কেটে গিয়েছে ১৫ দিন। পহেলগাঁওয়ের জবাব কবে দেবে ভারত? অপেক্ষার বাধ ভাঙছিল দেশবাসীর। অবশেষে যোগ্য জবাব দিয়ে দেশিবাসীর মুখে স্বস্তির হাসি ফুটিয়েছে ভারতীয় সেনা। সেই আনন্দে দেশজুড়ে বিভিন্ন জায়গায় চলছে উদযাপন।

 

মালদার রাস্তায়  বিবাহিত মহিলাদের সিঁথি সিঁদুরে রাঙিয়ে 'অপারেশন সিঁদুর'এর সাফল্য উদযাপন বিজেপি যুব মোর্চার