ভোটের আবহে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। বুধবার রাতে সোনাচূড়া এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জানা যাচ্ছে, বুধবার রাতে মনসাপুকুর এলাকায় পাহাড়া দিচ্ছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় হঠাৎই বেশ কয়েকজন দুষ্কৃতি বাইকে করে হামলা চালায়। সেই সময় প্রতিবাদ করেন রথিবালা আড়ি নামে এক মহিলা। তার ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় ওই যুবকরা। অন্যদিকে তাঁকে বাঁচাতে এগিয়ে আসে তাঁর ছেলে সঞ্জয় আড়ি। সেও গুরুতর জখম হন।
যদিও ঘটনাস্থলে রথিবালার মৃত্যু হলেও আহত অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সঙ্গে আরও কয়েকজন বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় নেমেছে বিজেপি নেতৃত্ব। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, তৃণমূল কোনওভাবেই এই হামলার সঙ্গে যুক্ত নয়।
যদিও বিজেপি কর্মী মৃত্যু এবং হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে গেরুয়া শিবির। তাঁদের অভিযোগ, আগামী শনিবার তমলুক লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। তার আগে বিজেপিকে দমাতে এই ধরণের হামলা চালিয়েছে তৃণমূল।