নন্দীগ্রাম, ৩০ মার্চ: মাঝে আর মাত্র একটা দিন। তারপরেই নন্দীগ্রামের হাইভোল্টেজ ভোটপর্ব অনুষ্ঠিত হতে চলেছে। এদিন শেষবেলার প্রচার ইতিমধ্যেই শুরু করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রোড শো উপলক্ষে নন্দীগ্রামে পৌঁছে গেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ। তবে এদিন প্রচারে বেরিয়েই বিপত্তিতে পড়েন তৃণমূল নেত্রী। নির্বাচন উপলক্ষে রেয়াপাড়ায় ভাড়াবাড়িতে রয়েছেন মমতা। এদিন সেখান থেকে তৃণমূলনেত্রীর গাড়ি বেরনোর পরেই তা ঘিরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন। মহম্মদবাজারেও একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখে জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি কর্মীরা। ওই জায়গাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আরও পড়ুন-Nashik: করোনাকালে ৫ টাকার কুপন কেটে বাজার করুন, ঘণ্টা কাটালেই জরিমানা বেড়ে ৫০০
আজকেই শেষ হচ্ছে দ্বিতীয় দফা নির্বাচনের ভোট প্রচার। এই উপলক্ষে আপাতত নন্দীগ্রামেই রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট মিটলে তারপর ফিরবেন কালীঘাটের বাড়িতে। আজ সারাদিনে নন্দীগ্রামে চারটে কর্মসূচি রয়েছে তাঁর। তবে প্রথম দফার ভোটের আগে তিনি যে ঝোড়ের বেগে প্রচার সেরেছেন, তেমনটা আজ আর করবেন না। এদিকে প্রতিপক্ষ বিজেপির প্রচারে আজ নন্দীগ্রামে আসছেন অমিত শাহ। পর পর কযেকটা রোড শো করবেন তিনি। তারপর চলে যাবেন দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে বিকেল সাড়ে চারটেতে রাজনৈতিক সমাবেশ করার কথা শাহর। এদিন নন্দীগ্রামে শুভেন্দুর হয়ে প্রচারে থাকবেন মিঠুন চক্রবর্তী ও দিলীপ ঘোষ।