আসানসোল: রবিবার ফের ৯টি বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Express) উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi)। যার ফলে বাংলার ঝুলিতে দেশের সবথেকে দ্রুতগামী এই ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারটিতে। রাজ্যের মানুষের মধ্যে এই নিয়ে কৌতূহল বা গর্ব থাকলেও এখনও পর্যন্ত এই বিষয়ে একটি টুইট পর্যন্ত করেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)।
রবিবার এই প্রসঙ্গটি উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যয়কে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ও আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল (BJP State Secretary Agnimitra Paul)। তিনি বলেন, "আমরা খুব খুশি (happy)। আমাদের চতুর্থ বন্দে ভারত (fourth Vande Bharat Express) উপহার দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী মোদি (PM Modi) ও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Union Railway Minister Ashwini Vaishnaw) ধন্যবাদ (thank) ও কৃতজ্ঞতা জানাই। কিন্তু, আমরা অত্যন্ত দুঃখিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( West Bengal CM Mamata Banerjee) এই বিষয়ে একটি টুইট পর্যন্ত করার সময় পাননি। তিনি রাজনীতি (politics) করার সময় পান কিন্তু, তাঁর কাছে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর কোন সময় নেই। এই ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলবে এবং এটা আমাদের জন্য খুব ভালো খবর (great news)।" আরও পড়ুন: Adhir Chowdhury Attack PM Modi: 'নির্বাচনের আগে অজুহাত তৈরিতে সিদ্ধহস্ত প্রধানমন্ত্রী মোদির সরকার', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন অধীর
দেখুন ভিডিয়ো:
#WATCH | BJP State Secretary Agnimitra Paul says, "We are so happy. We are so thankful and grateful to PM Modi & Union Railway Minister Ashwini Vaishnaw for giving us the fourth Vande Bharat Express...But we are very unhappy that West Bengal CM Mamata Banerjee did not get the… pic.twitter.com/w5RgicjR8L
— ANI (@ANI) September 24, 2023