
কলকাতা, ২১ এপ্রিল: গরম (Summer) পড়তে না পড়তেই জলের (Water Crisis) কষ্ট শুরু হয়েছে মহারাষ্ট্রে (Maharashtra)। এবার নাসিকের (Nasik) বারিচিওয়াড়ি এলাকায় যেভাবে জলের কষ্ট শুরু হয়েছে এবং মহিলারা জীবন বাজি রেখে জল সংগ্রহের কাজে নেমেছেন, তা দেখলে অনেকেরই চিন্তা শুরু হবে। এবার তেমনই একটি ভিডিয়ো শেয়ার করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নাসিকের মানুষের জলের কষ্টের দিকে আঙুল তোলেন। বিরিচিওয়াড়ির মহিলারা কীভাবে কষ্ট করে জল সংগ্রহ করছেন, সেই ছবি তুলে ধরনের দিলীপ ঘোষ। প্রত্যেকবার গরমে ভূগর্ভস্থ জল নেমে যেতে শুরু করে। ফলে কুয়োয় নেমে মহিলারা অত্যন্ত কষ্ট করে জল সংগ্রহ করেন। দিলীপ ঘোষ এমনই একটি ভিডিয়ো নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন।
দেখুন কোন ভিডিও শেয়ার করলেন দিলীপ ঘোষ...
In the Barichiwadi area of Nashik, Maharashtra, water scarcity has begun even before the full onset of summer. The groundwater level has dropped significantly. Women are climbing down into wells using ropes to fetch water and are carrying it back home in pots. pic.twitter.com/IlU01gTpw7
— Dilip Ghosh (Modi Ka Parivar) (@DilipGhoshBJP) April 21, 2025
দিলীপ ঘোষের শেয়ার করা ভিডিয়ো নিয়ে জোর জল্পনা শুরু হয়। মহারাষ্ট্রে বিজেপির সরকার। বিজেপির চর্চিত নেতা দেবেন্দ্র ফড়ণবীশ সেখানে ক্ষমতায় রয়েছেন। দিলীপ ঘোষের দলের নেতা মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছেন, তাও তিনি কেন সেদিকে আঙুল তুলছেন বলে প্রশ্ন তোলেন কেউ কেউ।
দেখুন কী প্রশ্ন উঠছে দিলীপ ঘোষের স্টেটাস নিয়ে...
Hello Shri Dilip Ghosh, in case you forgot, Maharashtra is ruled by the NDA, the chief minister is from BJP, the party which you represent. Why are you highlighting the failures of your party and government?
Are you planning to switch? https://t.co/VdztpIOQ5R
— Sourav || সৌরভ (@Sourav_3294) April 21, 2025
শুধু তাই নয়, বিজেপি সরকারের এই ব্যর্থতার দিকে আঙুল তুলে দিলীপ ঘোষ কি দল পরিবর্তনের চিন্তা করছেন? এমন প্রশ্নও তুলতে দেখা যায় অনেককে।
(এক্স হ্যান্ডেলে শেয়ার করা তথ্যের উপর নির্ভর করে এই আর্টিকেল লেখা। এর তথ্য যাচাই করেনি লেটেস্টলি বাংলা)