ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে (Jharkhand Assembly Elections 2024) বিজেপি (BJP)-র তারকা প্রচারকের তালিকায় নাম থাকল বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র। সাম্প্রতিককালে বঙ্গ বিজেপি-র প্রথম কোনও নেতা ভিন রাজ্যে বিধানসভা নির্বাচনে তারকা প্রচারক হিসেবে থাকছেন। বাংলার ভোটে নরেন্দ্র মোদী-অমিত শাহ-দের বারাবর ব্যর্থতার পর বঙ্গ বিজেপির নেতাদের ভিন রাজ্যের ভোটে তারকা প্রচারক হিসেবে ব্যবহার করা হত না। কিন্তু ঝাড়খণ্ডের সীমানা লাগোয়া মেদিনীপুরের দাপুটে নেতাকে এবার তারকা প্রচারক হিসেবে বিধানসভা ভোটে কাজে লাগাবে পদ্মশিবির। দিল্লির নির্দেশে ইতিমধ্যেই ঝাড়খণ্ডে প্রচার সেরেছেন শুভেন্দু অধিকারী, অগ্নিমাত্রা পাল-রা।
আগামী ১৩ ও ২০ নভেম্বর দু দফায় ঝাড়খণ্ড বিধানসভায় নির্বাচন হতে চলেছে। আর তার প্রচারে বিজেপির হাইপ্রোফাইল তারকা প্রচারক তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইউপি-র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা-দেরর সঙ্গে নাম থাকল নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু-র। ঝাড়খণ্ডে তারকা প্রচারক হিসেবে যে ৪০ জনের নাম ঘোষণা করেছে বিজেপি তাতে আছেন জেএমএম থেকে আসা প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের নামও। ১৩ নভেম্বর বাংলায় ৬ আসনে বিধানসভা উপনির্বাচন। মেদিনীপুর, নৈহাটি, মাদারিহাটের পাশাপাশি শুভেন্দু ঝাড়খণ্ডে গিয়েও প্রচার করবেন। আরও পড়ুন-ডানার দাপটে অবিরাম বর্ষণে জল থই থই কলকাতার রাস্তা, কী বললেন মেয়র
ঝাড়খণ্ডে বিজেপির তারকা প্রচারকের তালিকায় নাম শুভেন্দুর
BJP releases a list of star campaigners for the first phase of Jharkhand assembly elections.
The list includes the names of PM Narendra Modi, Union Ministers JP Nadda, Amit Shah, Rajnath Singh, Nitin Gadkari, Shivraj Singh Chouhan, Assam CM Himanta Biswa Sarma, UP CM Yogi… pic.twitter.com/EsBJbh1WjD
— Lok Poll (@LokPoll) October 25, 2024
পশ্চিমবাঙলার সীমান্তে ঝাড়খণ্ডে বেশ কয়েকটি বিধানসভা আসন আছে। ঝাড়খণ্ড লাগোয়া অবিভক্ত মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর সংগঠন ও মানুষের সঙ্গে পরিচয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় গেরুয়া শিবির।
২০২১ বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার ততকালীন সদস্য শুভেন্দু অধিকারী। বিজেপিতে গিয়ে ক্ষমতায় আসতে না পারলেও নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে হারিয়েছিলেন শুভেন্দু। তার সুবাদে শুভেন্দুকে রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতা করে বিজেপি। তবে শুভেন্দু এরপর বাংলায় বিজেপিকে নির্বাচনী সাফল্য এনে দিতে পারেননি। পঞ্চায়েত, পুরসভায় ভরাডুবির পর ২০২৪ লোকসভায় নরেন্দ্র মোদী, অমিত শাহ-দের রেকর্ড সভার পরও শুভেন্দুরা তেমন কিছুই করতে পারেননি। তবে শুভেন্দু নিজে তাঁর পূর্ব মেদিনীপুর জেলায় দুটি আসন (কাঁথি ও তমুলক)-ই জিতে নিজের অস্তিত্ব বজায় রাখেন।
লোকসভার পর বাংলার ৪ আসনে উপনির্বাচনে ভরাডুবি হয় বিজেপির। বঙ্গ বিজেপি নেতারা ক্রমশ গুরুত্ব হারাতে শুরু করেন দলের শীর্ষ নেতৃত্বর কাছে। আরজি কর কাণ্ডে মমতার সরকার চাপে থাকার পর রাজ্য বিজেপি নেতাদের মনোবল ক্রমশ বাড়তে থাকে। আগামী ১৩ নভেম্বর নৈহাটি, মেদিনীপুর সহ ৬ আসনে বিধানসভা উপনির্বাচন। এই উপ নির্বাচনকে খুবই গুরুত্ব দিচ্ছে বিজেপি।