কলকাতাতে মুক্তি পাবে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)-এর ট্রেলার। এই ইচ্ছা নিয়েই গত শুক্রবার মুম্বই থেকে কলকাতাতে এসেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কিন্তু লঞ্চ ইভেন্টে একাধিক বাধার সম্মুখীন হওয়ার পর অবশেষে ডিজিটালি রিলিজ করা হয়েছে ট্রেলারটি। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। নির্মাতাদের তরফে অভিযোগ, রাজ্যের শাসক দল রাজনৈতিক প্রভাব খাটিয়ে ট্রেলার মুক্তি বাধা দিচ্ছে। এমনকী হোটেল কর্তৃপক্ষ আচমকা বিদ্যুত সংযোগ কেটে দিয়েছে বলে অভিযোগও করেছেন বিবেক অগ্নিহোত্রীরা। এমনকী পুলিশ এসে অনুষ্ঠান বাতিল করার পরামর্শ দিয়েছে বলেও অভিযোগ উঠছে।

রাজ্য সরকারের সমালোচনায় শমীক

এদিকে বঙ্গ বিজেপির তরফেও রাজ্য সরকারের এই কর্মকাণ্ডের চরম বিরোধীতা করা হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলছেন, “সম্পূর্ণ নৈরাজ্য। আইন-শৃঙ্খলার সম্পূর্ণ অবনতি ঘটেছে রাজ্যে। পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্র বানাতে কোনও খামতি রাখছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং এখানকার মুসলিম ভাইদেরও বোঝা উচিত যে তাঁদের কীভাবে ব্যবহার করা হচ্ছে। গত তিনবছরে বাংলাতে হিংসার ঘটনায় যাঁরা মারা গিয়েছে তাঁদের অধিকাংশই মুসলিম। এখানে সেই উগ্রবাদী জায়গা বানাতে চাইছে তৃণমূল। এর থেকে মুসলিম, হিন্দু সকলকে বেরিয়ে আসা উচিত”।

দেখুন শমীক ভট্টাচার্যের মন্তব্য

নোয়াখালি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য শমীকের

শমীক আরও বলেন, “১৬ অগাস্ট ১৯৪৬ সালে কী হয়েছিল সেটা হিন্দু, মুসলিম সকলের জানা উচিত। নোয়াখালি হত্যাকাণ্ড অনেক ভয়ঙ্কর। কাশ্মীর হিন্দু পণ্ডিতদের ওপর যে হত্যালীলা চলেছিল, তার থেকে কয়েকগুন বেশি ভয়ানক অত্যাচার করা হয়েছিল এখানে। আর সেটা রাজ্যবাসীকে দেখাতে ভয় পাচ্ছে সরকার। সেই কারণেই এভাবে বাধা দেওয়া হচ্ছে”।