কলকাতা: ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভার চত্বরে থাকা ডঃ বিআর আম্বেদকরের মূর্তির নিচে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল (TMC)। শনিবার এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদিকা ও আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul)। আরও পড়ুন: Shashi Panja Attack BJP: বিজেপিকে দাঙ্গাবাজ বলে কটাক্ষ! ভিডিয়োতে শুনুন শশী পাঁজার বক্তব্য
এপ্রসঙ্গে তিনি বলেন, "টিএমসি বিভ্রান্তি (confusion) সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের সংবিধানে (Constitution) বিআর আম্বেদকর (BR Ambedkar) বলেননি যে চুরির টাকায় (stolen money) সরকার চালাও। তৃণমূল নেতারা (TMC leaders) টাকা চুরি করে বিআর আম্বেদকরের মূর্তির নিচে বসে স্লোগান দিচ্ছিলেন। টিএমসি বিআর আম্বেদকরের আদর্শকে কলঙ্কিত করেছে। কেন আপনারা বিভাজন ও শাসনের রাজনীতি (divide-and-rule politics) করছেন?" আরও পড়ুন: Locket Chatterjee Attack Mahua Moitra: মহুয়া মৈত্রকে কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের, ভিডিয়োতে শুনুন বিজেপি সাংসদের বক্তব্য
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata: BJP MLA Agnimitra Paul says, "TMC is trying to create confusion...In our Constitution, BR Ambedkar didn't say that run the government on the stolen money. TMC leaders after stealing (money) were sitting under the statue of BR Ambedkar, shouting slogans...TMC had… pic.twitter.com/rakWd770Gk
— ANI (@ANI) December 2, 2023