কলকাতা: সংসদে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (TMC MP Mahua Moitra) বিরুদ্ধে। এই নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে। শনিবার এই বিষয় নিয়ে মহুয়া মৈত্রকে কটাক্ষ করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট বলেন, "এথিক্স কমিটি (Ethics Committee) ইতিমধ্যে তাদের রিপোর্ট জমা দিয়েছে। অধিবেশন ৪ ডিসেম্বর শুরু হবে। মহুয়া মৈত্র কোনও দলের সঙ্গে যুক্ত, তা টিএমসি (TMC) হোক বা কংগ্রেস (Congress)। এটা জাতীয় নিরাপত্তার (national security) বিষয়। উচ্চ পদে বসা যে কোনও ব্যক্তিরই কিছু দায়িত্ব থাকে। মহুয়া মৈত্র যা করেছেন, তাঁর শাস্তি হওয়া উচিত। এর মধ্যে যে কোনও দলই আসুক না কেন জাতীয় নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ প্রশ্নের মুখে। ১৩০ কোটি মানুষ কখনই এই ধরনের লোকদের সমর্থন করবেন না।" আরও পড়ুন: Shashi Panja Attack BJP: বিজেপিকে দাঙ্গাবাজ বলে কটাক্ষ! ভিডিয়োতে শুনুন শশী পাঁজার বক্তব্য
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata, West Bengal: On TMC MP Mahua Moitra, BJP MP Locket Chatterjee says, "The Ethics Committee has already submitted its report. The session will begin on December 4. There is no politics in this or which party Mahua Moitra belongs to, whether it is the TMC or… pic.twitter.com/5YG02uzNTj
— ANI (@ANI) December 2, 2023