Photo Credits: ANI

কলকাতা: শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে (BJP) দাঙ্গাবাজ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী এবং তৃণমূল নেত্রী শশী পাঁজা (West Bengal Minister and TMC Leader Shashi Panja)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "বিজেপি বলত সামাজিক উন্নয়ন নীতিগুলি (social upliftment policies) সাম্প্রদায়িক বিভাজন এবং ভোটের উদ্দেশ্যে। এখন বিজেপি নিজেই বিভাজনের কথা ঘোষণা করছে। ওরা মানুষকে ছোট করে এবং তাঁদের পরিস্থিতিকে উপেক্ষা করে,তা ঠিক নয়। আপনি যদি দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করেন, তাহলে আপনাকে এই ধরনের প্রকল্প চালু করতে হবে না। অন্তত ততক্ষণ পর্যন্ত তাদের দাঙ্গাবাজ বলবেন না। এখন প্রতিযোগিতাও বিভাজন নিয়ে। এবার মানুষ শুধু বলবে।" আরও পড়ুন: 12 BJP MLA Summoned: বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ, ১২ বিজেপি বিধায়ককে তলব কলকাতা পুলিশের

দেখুন ভিডিয়ো: