কলকাতা: কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দলীয় সভা থেকে বিজেপির বিধায়কদের গ্রেফতারির হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister & TMC Chief Mamata Banerjee)। বলেছিলেন, 'বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যদি ইডি (ED) বা সিবিআইয়ের (CBI) মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তৃণমূলের চারজন বিধায়ককে গ্রেফতার করে তাহলে পাল্টা পশ্চিমবঙ্গের প্রশাসন আটজন বিধায়ককে গ্রেফতার করবে।' এরপরই ১২ জন বিজেপি বিধায়কের নামে এফআইআর (FIR) করা হয়েছে রাজ্যে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul)। আরও পড়ুন: BJP Protest In WB Assembly: তৃণমূলের বিক্ষোভের সামনেই শুভেন্দুর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি বিজেপির, পশ্চিমবঙ্গ বিধানসভার ভিডিয়ো
কলকাতায় এপ্রসঙ্গে আসানসোলের বিজেপি বিধায়িকা বলেন, "এটা খুবই আশ্চর্যজনক যে আমাদের ১২ জন বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কারণ আমরা বাংলার জনগণের পক্ষে প্রতিবাদ করছিলাম। মমতার সরকার বাংলার জনগণের সঙ্গে প্রতারণা (cheated) করেছে তা সামনে নিয়ে এসেছিলাম। ওরা প্রচুর দুর্নীতি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মহিলা যিনি আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীকে নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জাতীয়তাবাদ (nationalism) শিখতে হবে? যিনি ২০২১ সালে জাতীয় সঙ্গীত (National Anthem) চলাকালীন চেয়ারে বসেছিলেন এবং তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছিল? "আরও পড়ুন: TMC Leaders Sing National Anthem: বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখানোর ফাঁকে জাতীয় সঙ্গীত গাইছে তৃণমূল নেতৃত্ব, কলকাতার ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata: BJP MLA Agnimitra Paul says, "It is very strange that an FIR is being lodged against our 12 MLAs because we were protesting on behalf of the people of Bengal who are suffering because Mamata government has cheated the people of Bengal. They (TMC) have done… pic.twitter.com/m8OAZ1gNA5
— ANI (@ANI) November 30, 2023