Photo Credits: ANI

কলকাতা :  ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বুধবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা (West Bengal Assembly) চত্বরে থাকা ডঃ বিআর আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভ (protest) দেখাতে শুরু করেছেন তৃণমূল বিধায়ক ও বিধায়িকারা। তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কালো পোশাক করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। আরও পড়ুন: TMC's Protest In WB Assembly: ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে বিধানসভায় মমতার নেতৃত্বে বিক্ষোভ তৃণমূলের, দেখুন ভিডিয়ো

বৃহস্পতিবার দেখা গেল বিধানসভায় থাকা ডঃ বিআর আম্বেদকরের মূর্তির সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের সামনেই প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে বিজেপি। তৃণমূলের বিক্ষোভের (TMC Party's protest) ঠিক উল্টোদিকে বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (LoP West Bengal and BJP leader Suvendu Adhikari) নেতৃত্বে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির বিধায়ক ও বিধায়িকারা (BJP MLAs)। তাঁদের হাতে থাকা পোস্টারে তৃণমূল ১০০ দিনের টাকা চোর বলেও লেখা ছিল। আরও পড়ুন: TMC Leaders Sing National Anthem: বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখানোর ফাঁকে জাতীয় সঙ্গীত গাইছে তৃণমূল নেতৃত্ব, কলকাতার ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: