Tathagata Roy: 'পশ্চিমবঙ্গে থেকে ইস্টবেঙ্গলের সমর্থক কেন?' ফের বিতর্কিত মন্তব্য তথাগত রায়ের
তথাগত রায়, ফাইল ছবি

কলকাতা, ২৬ জুলাই: পশ্চিমবঙ্গে থেকে ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থক কেন? ফের বিতর্কিত প্রশ্ন তুললেন বিজেপির তথাগত রায় (Tathagata Roy)। বছর দুয়েক আগেও এমনই মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

এদিন ফের বিতর্ক উস্কে দিয়ে তিনি লেখেন,"ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে যাঁরা উচ্ছ্বাস করেন (অল্পবয়সে আমিও করতাম, এখন সমর্থন করি) তাঁদের একটু ভেবে দেখতে অনুরোধ করি। কেন আমরা ওয়েস্ট বেঙ্গলে বসে ইস্টবেঙ্গলকে সমর্থন করি ? করি, কারণ আমাদের বাড়ি ছিল ইস্টবেঙ্গলে। সে বাড়িতে কি আমরা যেতে পারি? কেন পারি না? একটু ভাবুন।

আরও পড়ুন, অলিম্পিকের মাঝে কেঁপে উঠল আয়োজক দেশ জাপান, করোনার কাঁপুনির মাঝে ভূমিকম্প

এদিকে আগেও ইস্টবেঙ্গলের শতবর্ষ পূর্তির আগে তথাগত রায়ের মন্তব্যে বিতর্ক তৈরি হয়। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইনভেস্টরদের চুক্তি নিয়ে টানাপোড়েন চলছে, যার কারণে ক্লাবের ভবিষ্যৎ এমনিতেই প্রশ্নের মুখে। এর মধ্যে তাঁর এই মন্তব্যে নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে সমালোচনার কারণ হয়ে দাঁড়াবে।