কলকাতা: সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন (Cash for Query Case) করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (TMC MP Mahua Moitra) বিরুদ্ধে। শনিবার বিকেলে জানা যায় এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। এরপরই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ থেকে মমতা সরকারের মন্ত্রী ডাঃ শশী পাঁজা বিষয়টি নিয়ে লাগাতার আক্রমণ করতে শুরু করেন বিজেপিকে। তাঁরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্রে ব্যবহার করছে বলেও অভিযোগ জানান।
রবিবার এপ্রসঙ্গে প্রশ্ন করলে ব্যঙ্গ করেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহা (WB BJP leader Rahul Sinha)। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে কটাক্ষ করে তিনি বলেন, "মহুয়া মৈত্র বারবার বলছেন, তাঁকে মিথ্যা মামলায় (false case) ফাঁসানো হয়েছে। তাই সিবিআই (CBI)-এর উচিত বিষয়টি তদন্ত (investigate) করে খতিয়ে দেখা। তাহলেই সত্য (truth) সামনে বেরিয়ে আসবে।" আরও পড়ুন: Kolkata Crime News: জগদ্ধাত্রী পুজোর ভাসানে গান চালানো নিয়ে বচসা, কাঁচির কোপে খুন চিংড়িঘাটার যুবক
দেখুন ভিডিয়ো:
VIDEO | "Mahua Moitra is repeatedly saying that she has been framed in a false case. Therefore, CBI should investigate the matter, and the truth will come to light," says BJP leader Rahul Sinha on 'cash-for-query' row.
(Full video available on PTI Videos -… pic.twitter.com/1UvaAd6RK9
— Press Trust of India (@PTI_News) November 26, 2023