কলকাতা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে (Rajya Sabha Bypolls) প্রার্থী দিচ্ছে না বিজেপি (BJP)। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাচ্ছেন তৃণমূলে যোগ দেওয়া সুস্মিতা দেব (Sushmita Dev)। আজ, সোমবারই রাজ্যসভায় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন সুস্মিতা দেব। বিজেপি বাংলায় আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছে না, সে কথা টুইটারে জানান রাজ্যে বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে বিজেপির হাল খারাপ একের পর বিধায়ক দল ছাড়ছিলেন। এখন আবার হাইপ্রোফাইল সাংসদরাও বিজেপি ছাড়ছেন। এমন সময় রাজ্যসভায় প্রার্থী দিলে ঝুঁকির হয়ে যেত। পাশাপাশি আগেও রাজ্যসভায় উপনির্বাচনে প্রার্থী দেয়নি বিজেপি।
দেখুন শুভেন্দু অধিকারীর টুইট
BJP will not nominate any candidate for Rajyasabha bypoll due in West Bengal. Outcome is predetermined. Our focus is to make sure unelected CM to be unelected once again. Jai Ma Kali.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 20, 2021
টুইটারে শুভেন্দু লেখেন, আমাদের ফোকাস এখন অনির্বাচিত মুখ্যমন্ত্রীকে ফের অনির্বাচিত করা ফের অনির্বাচিত করা। তাই আমরা পশ্চিমবাঙলা থেকে রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী দিচ্ছি না। টুইটের শেষে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু লেখেন জয় মা কালী। আরও পড়ুন: নির্বাচনী কেন্দ্রে বন্যা পরিস্থিতি, সিবিআই দপ্তরে গরহাজির মানস ভুঁইঞা
দেখুন টুইট
Like previous instances, #BJP doesn’t nominate anyone for #RajyaSabha bypolls. #SushmitaDev who will be filing her nomination today will enter the upper house unopposed. https://t.co/HdMPBL1AU5
— Sreyashi Dey (@SreyashiDey) September 20, 2021
মুখ্যমন্ত্রীকে আবার অনির্বাচিত করা বলতে, আগামী ৩০ সেপ্টেম্বর হতে চলা ভবানীপুর উপনির্বাচনের কথা বলেছেন শুভেন্দু। নন্দীগ্রামে মমতাকে কড়া লড়াইয়ের পর হারিয়েছিলেন শুভেন্দু। যদিও গোটা রাজ্যে মমতার বিজয় রথ চলেছিল। সেই মমতাকে এবার মুখ্যমন্ত্রী থাকতে হলে ভবানীপুরে জিতে আসতে হবে। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে।