Manas Bhunia (Photo: FB)

কলকাতা, ২০ সেপ্টেম্বর: সিবিআইয়ের তলব থাকলেও হাজিরা এড়ালেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা (Manas Ranjan Bhunia)৷ আইকোরেরর আর্থিক দুর্নীতির মামলায় মানস ভুঁইঞাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় সিবিআই৷ আজ ২০ সেপ্টেম্বর সোমবার বর্ষীয়ান রাজনীতিকের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই (CBI) কর্তাদের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল৷ তবে টানা বর্ষণের জেরে মানস ভুঁইঞার নির্বাচনী এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁকে তড়িঘড়ি অকুস্থলে পৌঁছাতে হয়েছে৷ তাই এদিন আর সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দরবারে পৌঁছাতে পারছেন না মানসবাবু৷  আরও পড়ুন-Coronavirus Cases In India: ৩০০-র নিচে দৈনিক মৃত্যু, ৩০ হাজারের উপরে নতুন করোনা রোগী

সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না মানস ভুঁইঞা

উল্লেখ্য, আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে রয়েছে লগ্নিকরী সংস্থা আইকোর৷ এদিকে মানস রঞ্জন ভুঁইঞাকে আইকোরের এক অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল৷ শুধু দেখা নয়, সেই অনুষ্ঠানে বক্তব্যরাখেন তিনি৷ সম্প্রতি সেই ভিডিও প্রকাশ্যে এসেছে৷ এরই ভিত্তিতে আইকোর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মানসবাবুকে ডেকে পাঠিয়েছিল সিবিআই৷ তবে প্রাকৃতিক দুর্যোগের দোহাই দিয়ে আপাতত সেই জেরা এড়ালেন রাজ্যের মন্ত্রী৷

অন্যদিকে গত ১৩ সেপ্টেম্বর ঠিক একই কারমে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দপ্তরে ডাক পড়ে মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের৷ এবার মানসবাবুর পালা৷