TMC-BJP Clash In KMC: পুরসভার মধ্যে তৃণমূলের সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন বিজেপি কাউন্সিলার সজল ঘোষ, দেখুন ভিডিয়ো
Photo Credits: ANI

কলকাতা: শনিবার তৃণমূল কংগ্রেস (TMC) ও বিজেপি কাউন্সিলারদের (BJP councillors) মধ্যে ঝামেলাকে (brawl) কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation)। ঝামেলার জন্য দু-পক্ষই একে অপরকে দায়ী করে করেছে। এই পরিস্থিতিতে পুরসভায় অধিবেশনের সময় হওয়া গণ্ডগোল নিয়ে মুখ খুললেন বিজেপির কাউন্সিলার ও মুখপাত্র সজল ঘোষ (BJP Councillor Sajal Ghosh)।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে তিনি বলেন, "গণ্ডগোল লাগার মতো কোনও বিষয়ই (issue) ছিল। আমি খুব বিনম্র ভাবে (light-heartedly) মেয়রের (Mayor) সঙ্গে কথা বলছিলাম। আচমকা (Suddenly) তৃণমূল কাউন্সিলাররা  (TMC councillors) এসে আমাকে আক্রমণ করেন। প্রতিমাসে পুরসভার (Corporation) মধ্যেই আমাদের উপর আক্রমণ (attack) করেন ওরা। আর আজকে অধিবেশনের (House) মধ্যেই আক্রমণ করল। যদি জনপ্রতিনিধিদের (people's representatives) উপর এভাবে আক্রমণ করা হয় তাহলে চিন্তা করে দেখুন সাধারণ মানুষের সঙ্গে এরা কী করছে। এখন ওরা আমাকে শোকজ নোটিস (show cause notice) ধরিয়েছে। আসলে আমি ওদের এটা দুর্নীতি (scams) ধরে ফেলে সবার সামনে নিয়ে আসছিলাম তাই ওরা আমাদের কথা (speak) বলতে দিচ্ছে না।" আরও পড়ুন: KMC Councillors Clash Video: কলকাতা পুরসভায় ধুন্ধমার, তৃণমূল-বিজেপি কাউন্সিলদের মধ্যে ব্যাপক হাতাহাতি, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: