Representative Image (Photo Credit: File)

হুগলির (Hooghly) সিঙ্গুরে একটি নার্সিংহোমে তরুণী নার্সের রহস্যমৃত্যু। চারতলায় একটি ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। প্রথমে নার্সিংহোমের কর্মীরাই তাঁর দেহ দেখতে পায়। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় থানা ও পরিবারের সদস্যদের। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। এমনকী তাঁরা আসার আগেই পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছে বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকরা। জঙ্গিপাড়া-শ্রীরামপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

চাকরিতে যোগ দেওয়ার তিনদিন পরে খুন নার্স

জানা যাচ্ছে, দিনকয়েক আগেই বেঙ্গালুরু থেকে থেকে নার্সিং ট্রেনিং নিয়ে বাড়ি ফিরেছিলেন ওই তরুণী। এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে তিনদিন আগে বোড়াই তেমাথা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসাবে কাজে যোগ দেন। সবকিছু ঠিকঠাক থাকলেও কেন সে আত্মহত্যা করবেন, তা এখনও স্পষ্ট নয় পরিবারের কাছে। বুধবার রাতের দিকে সহকর্মীরা দেখতে পান একটি বন্ধ ঘরে ঝুলছে তাঁর দেহ। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানলা দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তাঁরাই খবর দেয় পুলিশে।

ঘটনার তদন্ত করছে হুগলি গ্রামীণ পুলিশ

মৃতা বাড়ি নন্দীগ্রামে। রাত ১১টা নাগাদ হাসপাতাল থেকে ফোন আসে। হাসপাতালে পৌঁছাতে তাঁদের সময় লেগে যায় রাত ৩টে। কিন্তু তখন পৌঁছে ঘটনাস্থলে কোনও দেহ দেখতে পাওয়া যায় না। তারপর তাঁরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় সরকারি হাসপাতালে পৌঁছায়। সেখানেই ময়নাতদন্ত হচ্ছে তরুণীর দেহ। ঘটনার তদন্ত চালাচ্ছে হুগলি গ্রামীণ পুলিশ।