Sukanta Majumdar (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ৩০ মার্চ:  বীরভূমের বগটুইকাণ্ডের পর আজ জে পি নাড্ডাকে রিপোর্ট জমা দেয় বিজেপির ফ্যাক্ট অ্যান্ড ফাইন্ডিং কমিটি। বীরভূমকাণ্ডে জে পি নাড্ডাকে রিপোর্ট জমা দেওয়ার পর এ বিষয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বীরভূমকাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই এলাকায় অবৈধ খনি, চোরাকারবারের মত একাধিক কাজে যুক্ত। যে অবৈধ কাজের ভাগবাটোয়ারার অর্থ তৃণমূল নেতৃত্বের কাছেও পৌঁছত বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। যার জেরে বীরভূমের ওই এলাকায় বিস্ফোরণ থেকে শুরু করে একাধিক খুনের অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে বলেও দাবি করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

এদিকে বগটুইকাণ্ডের (Bogtui) তদন্ত যখন সম্পূর্ণ হয়নি, তখন বিজেপি কীভাবে তাঁদের রিপোর্টে অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করে বলে প্রশ্ন তোলেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। এমনকী, বগটুইকাণ্ডে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতিকে ফাঁসানোর চেষ্টা চলছে বলেও অবিযোগ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Birbhum Violence: বগটুইকাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের আগে বিজেপির রিপোর্টে কীভাবে অনুব্রতর নাম, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিজেপি তদন্তে  বাধা সৃষ্টি করছে বলেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।