Bikash Bhaban Protest by TET Candidate (Photo Credit; FB)

বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবন অভিযান (Bikash Bhaban Protest) ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ২০২২ প্রাথমিক টেট পাস ডি এল এড ঐক্যমঞ্চ। তাদের দাবী ছিল অবিলম্বে প্রাথমিকে ৫০ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বিকাশ ভবন গিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য অগ্রসর হলে পুলিশের সঙ্গে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি শুরু হয়। রীতিমতো টেনে হিচঁড়ে আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ।

২০১৭ সালে টেটের পর দীর্ঘ ৫ বছর পরে ২০২২সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ (TET Pass Candidate) হয়ে ২০২৫ সাল শেষ হতে চললো তবুও তারা বঞ্চিত। সেই কারণে প্রাথমিকে অবিলম্বে ৫০ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তির দাবী জানিয়ে এই বিক্ষোভে অংশ নিয়েছিল ২০২২ প্রাথমিক টেট পাস ডি এল এড ঐক্যমঞ্চ (2022 Primary TET Pass DLED Aikyamancha)। ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে চাকরির দাবিতে আন্দোলনকারীরা বিকাশ ভবন (Bikash Vaban) এর সামনে জমা হলে পুলিশ তাদের ভেতরে প্রবেশ করতে বাঁধা দেয়। এরপরই চাকরিপ্রার্থীদের সঙ্গে বিধাননগর পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো টেনে হিচড়ে আন্দোলনকারীদের বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে নিয়ে যায় বিধান নগর পুলিশ।

উল্লেখ্য এর আগেও ২০২৪ সালের জানুয়ারি মাসে স্বচ্ছ নিয়োগের দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছিলেন ২০২২ সালের চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ ছিল ২০২৩ সালে টেট হয়ে গেল। তার পরেও তাঁদের নিয়োগ হল না। মিছিল শেষে বিকাশভবনে গিয়ে আধিকারিককে স্মারকলিপি দিয়ে আসেন বিক্ষোভকারীরা। এরপর আরও এক বছর হয়ে গেলেও চাকরির সুরাহা হল না।