Suvendu Adhikari. (Picture Credits: ANI)

কলকাতা, ৬ সেপ্টেম্বর: আদালতে বড় স্বস্তি পেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাঁচটি মামলায় কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ পেলেন নন্দীগ্রামের বিধায়ক (Nandigram MLA)। বাকি দু'টি মামলায় তদন্তকারীদের সহযোগিতা করবেন শুভেন্দু অধিকারী। তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না, বলে আদালত জানিয়েছে। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর তিন বছর আগে রহস্যমৃত্যুর ঘটনায় বিচারপতির পর্যবেক্ষণ,অনেক ক্ষেত্রে প্রতিশোধস্পৃহা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে ভয় দেখানো হয়। এই বিষয়টি নিয়ে আদালতকে ভাবতে হচ্ছে। আরও পড়ুন: ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, কেন জানেন?

তিন বছর পর কেন প্রয়াত শুভব্রতর স্ত্রী এফআইআর দায়ের করলেন, প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মানথা।

দেখুন টুইট

২০১৮ সালে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়ে মারা যান। সম্প্রতি স্বামীর মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের করেন শুভব্রতের স্ত্রী। এই অভিযোগেরই তদন্ত শুরু করেছে সিআইডি। সোমবার তাঁর বয়ান রেকর্ড করতে শুভেন্দুকে তলব করে তদন্তকারী সংস্থা। ২০১৮ সালে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়ে মারা যান। সম্প্রতি স্বামীর মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের করেন শুভব্রতের স্ত্রী। এই অভিযোগেরই তদন্ত শুরু করেছে সিআইডি। সোমবার তাঁর বয়ান রেকর্ড করতে শুভেন্দুকে তলব করে তদন্তকারী সংস্থা। সিআইডি-র (CID) কাছে আজ হাজিরা দেননি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর না যাওয়ার বিষয়টি তদন্ত সংস্থাকে মেল করে জানিয়ে দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে সিআইডি শুভেন্দুকে তলব করেছিল আজ।