নতুন দিল্লি, ৬ সেপ্টেম্বর: রাজ্যের বিধানসভা উপনির্বাচনে (WB Assembly By-Elections 2021) ভবানীপুর (Bhabanipur) থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আর এই কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে কোনও প্রার্থী দিচ্ছে না বিরোধী কংগ্রেস৷ দলীয় সূত্রে খবর, বৃহত্তর স্বার্থে, বিরোধী ঐক্য শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এনিয়ে কলকাতায় একটি ঘোষণাও করতে চলেছেন প্রদেশ কংগ্রেস প্রধান অধীর রঞ্জন চৌধুরী৷ ২০২৪-কে লক্ষ্য মার্তার ধরে এগোচ্ছে গেরুয়া শিবির বিরোধী রাজনৈতিক দলগুলি৷ সেজন্য ইতিমধ্যে দিল্লিতে গিয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সনিয়া গান্ধীর সঙ্গে সম্প্রতি সাক্ষাৎকার সেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি বিরোধী ঐক্যকে শক্তিসালী করতে ৎপর সবাই৷ স্বাভাবিক ভাবেই এই বৈঠকের পরে যে আর রাজ্যে মমতা বিরোধিতায় সরব হবে না কংগ্রেস, তা বেশ বোঝা গিয়েছিল৷ আজকের ঘটনা তাতে সিলমোহর দিল৷ আরও পড়ুন-RIP Sidharth Shukla : ‘ভাল বন্ধুকে অকালে হারিয়ে আমি অবশ হয়ে গেছি’ জলভরা চোখে সিদ্ধার্থ শুক্লকে স্মরণ করণ জোহরের
নির্বাচন কমিশন গত শনিবার তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে৷ এর মধ্যেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরও৷ বাকি দুটি হল মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশের গঞ্জ৷ আগামী ৩০ সেপ্টেম্বর এই তিন কেন্দ্রে ভোট নেওয়া হবে৷ ফল ঘোষণা আগামী ৩ অক্টোবর৷ সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট বাতিল হয়েছিল৷ করোনা আক্রান্ত হয়ে এই দুই কেন্দ্রের প্রার্থীর যখন মৃত্যু হয়, তখন রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন৷ সেই দুই কেন্দ্রে এতদিনে উপনির্বাচন হতে চলেছে৷ অন্যদিকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন রয়েছে, কারণ এখানকার বিধায়ক সোভনদেব চট্টোপাধ্যায় তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফের নিজের কেন্দ্রে জয়ী হয়ে স্বমহিমায় ফিরতে পারেন৷
গত বিধানসভা নির্বাচনে বিরোদী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় হেরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই থেকে এখনও পর্যন্ত তিনি বিধানসভার নির্বাচিত প্রতিনিধি নন৷