মমতা ব্যানার্জি (Photo Credits: Twitter)

কলকাতা, ২৫ মার্চ: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিয়ে বড় ঘোষণা মমতার সরকারের (Mamata Banerjee)। বাড়ি বাড়ি পৌঁছে দেবে খাবার। যাতে রাজ্যের কেউ খালি পেটে না থাকেন, সেই কারণে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি  সবজিওয়ালা থেকে হোম ডেলিভারি বয় (Home Delivery) কাউকে রাস্তায় আটকানো চলবে না। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে পুলিশ। সজাগ থাকবে জেলাশাসক থেকে শুরু করে এসডিও (SDO) পর্যন্ত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীকে প্রয়োজনে দেওয়া হবে পাস। সেই পাস সঙ্গে থাকলে পুলিশ কোনওরকম ভাবে বাধা দেবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায়, সেই বিষয়টিতে পুলিশকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

এদিন মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিলেন, লকডাউনের জেরে কেউ অভুক্ত থাকবেন না রাজ্যে। সকলের কাছে পৌঁছে যাবে খাবার। তবে, মাছ-মাংস-দুধ-ডিম হয়তো পৌঁছে দিতে পারবে না রাজ্য সরকার। কিন্তু কেউ যাতে অভুক্ত না থাকেন। সেই বন্দোবস্ত করলেন মমতা ব্যানার্জি। পাশাপাশি তিনি আরও জানিয়ে দিলেন, বাজার বন্ধ থাকবে না। অতএব খাবারের কখনই কোনও খামতি থাকবে না। করোনাভাইরাসের সংক্রমণ থেকে ফুটপাতবাসীদের কীভাবে রক্ষা করা হবে। সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সেই প্রশ্নেরও সমস্যার সমাধান করলেন  রাজ্য সরকার। ফুটপাতে যারা থাকেন, তাদের জন্য নাইট শেল্টারের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন মমতা ব্য়ানার্জি। আরও পড়ুন:  Coronavirus in Kolkata: হোম কোয়ারান্টাইন নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের, জেনে নিন কী কী আছে তাতে

এদিন নবান্নে সাংবাবিক সম্মেলন করেন মমতা। সেখানে তিনি বলেন, যদি কেউ বাড়ি তেকে বেরোতে না পারে, তাহলে স্থানীয় প্রশাসন সেই পরিবারকে সাহয্য করবে। স্থানীয় থানাকে বিষয়টি দেখার জন্য় নির্দেশ দেন প্রশাসনিক প্রধান। একইসঙ্গে রাজ্য়ের ভবঘুরদের জন্য় থাকার ব্য়বস্থা করা হয়েছে বলে জানান মমতা। এছাড়াও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে থাকার ব্যবস্থা দেবে রাজ্য় সরকার। মঙ্গলবার দুপুরে নবান্নে টোল ফ্রি নম্বর চালু করার কথা ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। টোল ফ্রি নম্বর ১০৭০ এবং ল্যান্ডলাইন ০৩৩ ২২১৪৩৫২৬—এই দুই নম্বরে যেকোনও সমস্যায় পড়লে ফোন করতে পারবেন রাজ্যের সাধারণ মানুষ।