Humayun Kabir (Photo Credits: IANS)

অবশেষে শো কজের উত্তর দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিন পাতার চিঠিতে তিনি যা মন্তব্য করেছেন তার জন্য দুঃখপ্রকাশ করলেন ভরতপুরের বিধায়ক। তবে তাঁর উত্তরের মধ্যেও ছিল ক্ষোভের সুর। তিনি জানান যে, দলের কোনও ক্ষতি চান না। কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দেওয়ার জন্য তিনি এই মন্তব্য করেননি। তবে কিছুক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি আক্ষেপপ্রকাশ করেছেন। হুমায়ুনের মতে, সংগঠনের কিছু সমস্যা নিয়ে রাজ্য নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্বকে কিছু বলেও কোনও লাভ হয়নি। আর সেই কারণেই ক্ষুব্ধ ছিলেন তিনি।

গত বুধবার শো কজ করা হয়েছিল হুমায়ুনকে। প্রথমে তাঁকে ইমেলে পাঠানো হয়। পরে বিধানসভাতে এলে তিনি জানতে পারেন যে তাঁকে শো কজ করা হয়েছে। এই নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে নিজের কক্ষে ডেকেও ধমক দেন। জানিয়ে দেন তিনি ও দলে বাকি শীর্ষ নেতৃত্ব তাঁর আচরণে কতটা রুষ্ট। স্পষ্ট জানিয়ে দেন যত দ্রুত সম্ভব যেন এই শো কজের জবাব দেন। এরপর আজ সকালে বিধানসভায় এলে পরিষদীয় মন্ত্র শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে শো কজের জবাবি চিঠি জমা দেন।

তবে চিঠিতে দুঃখপ্রকাশ করলেও প্রকাশ্যে তিনি বলেন, আমায় শো কজ করা হলে কেন কল্যান বন্দ্যোপাধ্যায়কে শো কজ করা হবে না। উনিও তো একাধিক ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। কেন তাঁকে শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হতে হল না, এই নিয়েও প্রশ্ন তোলেন ভরতপুরের বিধায়ক।