কলকাতা, ১০ সেপ্টেম্বর: ভবানীপুর উপ নির্বাচন (Bhabanipur By-Election) নিয়ে চড়তে শুরু করেছে পারদ। ভবানীপুর থকেে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির রাজ্য নেতৃত্বের পছন্দের প্রিয়াঙ্কার (Priyanka Tibriwal) উপর সিলমোহর বসিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
ভবনাীপুর উপ নির্বাচনে প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের নাম ঘোষণার পর এবার ওই কেন্দ্রের ভোটের দায়িত্ব দেওয়া হল অর্জুন সিংকে (Arjun Singh) । ভবানীপুর উপ নির্বাচনে অর্জুন সিংকে সাহায্য করবেন সাংসদ সৌমিত্র খান এবং জ্য়েতির্ময় সিং মাহাত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে এমন খবর। পাশাপাশি এও জানা যাচ্ছে, হাই ভোল্টেজ ভবানীপুরের ৮টি ওয়ার্ডের জন্য ৮ জন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে লড়াই করতে বিজেপি (BJP) কার্যত সর্ব শক্তি দিয়ে মাঠে নামছে।
West Bengal BJP vice president & MP Arjun Singh has been made the party in charge of Bhabanipur Assembly bypoll being contested by CM Mamata Banerjee. MPs Saumitra Khan & Jyotirmay Singh Mahato will assist him. 8 BJP MLAs given charge of 8 wards in the constituency: Arjun Singh pic.twitter.com/mbhybSHRpz
— ANI (@ANI) September 10, 2021
সম্প্রতি অর্জুন সিংয়ের বাড়িতে দুষ্কৃতীরা বোমা ছুঁড়ে হামলা চালায় বলে অভিযোগ। হামলার সময় দিল্লিতে ছিলেন অর্জুন সিং। সিআরপিএফের পাহারা সত্ত্বেও অর্জুন সিংয়ের বাড়িতে কীভাবে হামলা কহল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যে বিষয়ে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলেন বিজেপি সাংসদ। শুধু তাই নয়, তাঁকে 'হত্যার দায়িত্ব' দেওয়া হয়েছে বলেও বিতর্কিত মন্তব্য করেন অর্জুন।
আরও পড়ুন: Bhabanipur By-Election: ভবানীপুর উপনির্বাচনে বিজেপি-র প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল
অন্যদিকে অর্জুন সিংয়ের বাড়িতে হামলার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভবানীপুর উপ নির্বাচনে অর্জুন সিংকে দায়িত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করে 'ওষুধে কাজ হয়েছে' বলে মন্তব্য করতে শোনা যায় দিলীপ ঘোষকে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়ে যায়।