কলকাতা, ১৭ অক্টোবর: ভারত- বাংলাদেশ (India- Bangladesh) সীমান্তে অশান্তি । চলল গুলি। বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) (BGB)-এর চালানো গুলিতে প্রাণ হারিয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) (BSF) -র এক কনস্টেবল। মৃতের নাম বিজয় ভান। তাঁর মাথায় গুলি লাগে। আহত হয়েছেন আরও একজন। আহত জওয়ানের নাম রাজবীর সিং। তিনি বিএসএফ-এর হেড কনস্টেবল। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের জলঙ্গিতে জলসীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে গিয়েছিলেন তিনজন ভারতীয় মৎস্যজীবী। তাঁদের উদ্ধার করতে গিয়েছিল বিএসএফ। বিএসএফের দাবি, বৃহস্পতিবার দুই মৎস্যজীবীকে উদ্ধার করে ফেরার পথে আচমকাই বিজিবি গুলি চালায় তাঁদের ওপর। আরও পড়ুন, ‘মনমোহন সিংয়ের উচিত নিজের দোষত্রুটির পর্যালোচনা করা, তিনি কেন ১০ জনপথের আজ্ঞাবহ ছিলেন?’ প্রশ্ন তুললেন পীযূষ গয়াল
Border Security Force (BSF) Head Constable, Vijay Bhan Singh lost his life today after Border Guards Bangladesh (BGB) troops opened fire on a BSF party which was trying to trace an Indian fisherman along Indo-Bangla Border. He was part of the BSF's search party. pic.twitter.com/RMuc6Uwpv0
— ANI (@ANI) October 17, 2019
বিএসএফ-বিজিবির ফ্ল্যাগ মিটিংয়ের আগেই গুলির লড়াই বাধে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজয় ভান নামে এক বিএসএফ জওয়ানের। মাথায় গুলি লাগে তাঁর। আহত হন ১১৭ নম্বর ব্যাটেলিয়নের রাজবীর সিং নামে একজন হেড কনস্টেবল। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর দু’তরফে ডিজি পদমর্যাদার অফিসারদের উপস্থিতিতে বৈঠক হয়। বিজিবি-র তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস মিলেছে বলে জানিয়েছে বিএসএফ।