Mamata Banerjee (Photo Credit: ANI/X)

কলকাতা, ২৮ জুলাই: 'আমি কোনও ভাষার বিরুদ্ধে নই। কোনও বিভাজন নীতিতে বিশ্বাস করি না।' দেশের একাধিক রাজ্যে বাঙালি শ্রমিকদের ধরপাকড়ের প্রসঙ্গে এবার ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি কি কখনও হিন্দিভাষী মানুষকে রাজ্য ছেড়ে চলে যাওয়ার কথা বলেছি।' হিন্দিভাষীরাও (Hindi) তাঁর বন্ধু বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরও বলেন, বাংলায় বর্তমানে ১.৫ কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন। সেই একইরকমভাবে বাংলা ছেড়ে ২ লক্ষ মানুষ অন্য রাজ্যে গিয়েছেন কাজ করতে। তাই দিল্লি হোক কিংবা উত্তরপ্রদেশ বা রাজস্থান, মহারাষ্ট্র বা অসম, যেখানে কোনও পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েন, তা কারও ভাল লাগে না। বাংলায় যেখানে ১.৫ কোটি পরিযায়ী (Bengali Migrant Workers) শ্রমিক কাজ করেন, সেখানে এ রাজ্যের বাইরে যে ২২ লক্ষ শ্রমিক রয়েছেন, তাঁদের উপর অত্যাচার বন্ধ করা হোক দাবি করেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের পুলিশের ধরপাকড়ের মুখে পড়তে শুরু করেছেন। দিল্লি, ওড়িশা, অসম, মহারাষ্ট্র, হরিয়ানা-সহ বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Mamata Banerjee On Bengali Migrant Workers: বাঙালি শ্রমিকদের হেনস্থা ভিন রাজ্যে, ফিরতে চাইলে ফিরুন রাজ্যে 'ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সবাইকে ঢোকাব' আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভারতের সমস্ত কাগজপত্র দেখানো সত্ত্বেও বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন। বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও।

বাংলার মানুষকে কেন বার বার বাংলাদেশে বলে দাগিয়ে দেওয়া হবে, অকারণ তাঁদের হেনস্থার মুখে পড়তে হবে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তৃণমূল কংগ্রেস। বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা যদি শান্তি, সুস্থিতিতে বসবাস করতে পারেন, বাংলার মানুষকে অন্য রাজ্যে গিয়ে তেন হেনস্থা, অপমানের মুখে পড়তে হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে জোরদার।