Mamata Banerjee In Migrant Workers (Photo Credit: FB)

কলকাতা, ২৮ জুলাই: 'ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সবাইকে ঢোকাব। যাতে ওরা কাজ পায়। যারা ফিরে আসতে চায়, তাঁদের ফেরানো হোক।' বোলপুরে প্রশাসনিক সভায় হাজির হয়ে পরিষায়ী বাঙালি (Migrant Workers) শ্রমিকদের নিয়ে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা ভিন রাজ্যে থেকে কাজ করতে চান না, বাংলায় (West Bengal) ফিরতে চান, তাঁরা ফিরে আসুন। রাজ্যে থেকে কাজ করুন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশে বাঙালি শ্রমিকদের ধরপাকড় করা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘুদের। তাই এটি একেবারেই মেনে নেওয়া যায় না। ফলে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে চান। তাঁরা ফিরুন। তাঁদের ভোটার কার্ড, রেশন কার্ড সব তৈরি করে দেওয়া হবে। বাইরের রাজ্যে গিয়ে যদি কেউ কাজ করতে না চান, তাহলে রাজ্যে থেকে যাতে তাঁরা কাজের ব্যবস্থা করা যায়, সে বিষয়ে রাজ্য সরকারের তরফে সব ধরনের সাহায্য করা হবে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। সেখানে এসব বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Bongaon Man Detained In Haryana: বাংলাদেশি সন্দেহে বনগাঁওয়ের ছেলেকে ধরল হরিয়ানা পুলিশ, সমস্ত নথি দেখানোর পরও রাতভর না খাইয়ে রাখা হল নাজমুলকে, অভিযোগ

শুনুন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়...

সম্প্রতি হরিয়ানা থেকে দিল্লি কিংবা ওড়িশা, দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। বাংলাভাষী শ্রমিক দেখলেই তাঁদের বাংলাদেশি বলে দাবি শুরু করছে বিভিন্ন রাজ্যের পুলিশ। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। যার বিরুদ্ধে সম্প্রতি ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাভাষীদের প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলির এই মনোভাব কিছুতেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানানো হয় তৃণমূল কংগ্রেস সরকারের তরফে।