হাওড়া, ২৪ সেপ্টেম্বর: যা হয়েছে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি হাওড়ার ডোমজুরের বাসিন্দা শক্তি দাস (Shakti Das)। পেশায় দুধ ব্যবসায়ী শক্তিবাবু ১ কোটি টাকার লটারি (Lottery) পেয়েছেন। ডোমজুরের উত্তর ঝাপরদহ গ্রামের বাসিন্দা শক্তি দাস মাত্র ৭ হাজার টাকা বেতন পান। কোনওরকমে চলছিল সংসার। বেশি টাকা উপার্জনের জন্য মাস ছয়েক ধরেই লটারির টিকিট কাটার নেশা মাথায় চেপে বসেছিল তাঁর। মাঝেমধ্যে লটারিতে ছোটোখাটো টাকায় পেয়েছন। কখনও ৬০০ টাকা, কখনও আবার ৫ হাজার টাকা। তবে এবার তিনি বড় দান পেয়েছেন।
শনিবার সকালে তিনি ডিয়ার লটারির টিকিট কাটেন। সন্ধেবেলা খেলা ছিল। সকালে জানতে পারেন একেবারে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন। এক ধাক্কায় কোটিপতি তিনি। শক্তিবাবু জানিয়েছেন, লটারিতে পাওয়া টাকা আপাতত ব্যাংকে রাখবেন তিনি। সারাই করবেন বাড়ি। আরও পড়ুন: Lottery Sambad Result: লক্ষ্মীবারে ধনলাভের আশায় লটারি কেটেছেন? ফলাফল জানুন অনলাইনে
এছাড়াও বাড়িতে দাদা, বৃদ্ধা মা ও ভাইপো-ভাইঝিদের দেখাশোনা করবেন। আসলে নিজে বিয়ে করেননি শক্তিবাবু। তবে লটারিতে ১ কোটি টাকা জিতলেও সেলসম্যানের কাজ চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন।