নয়াদিল্লিঃ শীতের(Winter) হাত থেকে বাঁচতে বাড়ির বাইরে আগুন পোহাতে বেরিয়েছিল ৮ বছরের কিশোর। কিন্তু এরপর তার সঙ্গে যে এই ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবেনি সে। পথে এই অচেনা ব্যক্তি তাকে সিগারেট(Cigarette) এনে দিতে বললে অস্বীকার করায় গুলি চালায় ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কিশোর। গুলি লাগলেও বরাতজোরে প্রাণে বাঁচে ওই কিশোর। বর্তমানে তার অবস্থা সঙ্কটজনক।
প্রকাশ্যে চলল গুলি, বিহারে হাড় হিম করা ঘটনা
ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) মুঙ্গের(Munger) জেলার গোবিন্দপুর গ্রামে। রবিবার দপুরে বাড়ির বাইরের রাস্তায় আগুন পোহাতে বেরিয়েছিল ওই নাবালক। এমন সময় এক ব্যক্তি এসে তাকে সামনের দোকান থেকে সিগারেট এনে দিতে বলে। কিন্তু তাতে রাজি না হতেই পকেট থেকে বন্দুক বের করে নাবালকের কপালে গুলি করে ওই ব্যক্তি। মাটিতে লুটিয়ে পড়ে ৮ বছরের কিশোর। এরপরই ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। গুলির শব্দ শুনে বেরিয়ে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় ওই নাবালককে উদ্ধার করে প্রথমে জেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তাঁরা। এরপর আহত কিশোরকে মুঙ্গের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে অবস্থা আরও সঙ্কটজনক হওয়ায় পরে আরও বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলিটি কপাল ফুঁড়ে নাকের কাছে আটকে রয়েছে। অস্ত্রোপচার করে সেটি বের করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে পুলিশি তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম নীতীশ কুমার। তার বিরুদ্ধে আগেও পুলিশি মামলা রয়েছে। ধৃত নীতীশকে খুঁজছে পুলিশ।
সিগারেট এনে দিতে অস্বীকার, ৮ বছরের শিশুকে গুলি করল যুবক
Bihar: Man shot 8-year-old boy for refusing to buy cigarettes in Mungerhttps://t.co/bG35yimoO4
— Trump's (@Donald0336) January 7, 2025