Srikanta Mahata (Photo: Twitter)

কলকাতা, ৩১ অগাস্ট: সেলিব্রিটি নেতাদের বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে নিরাপত্তা হারালেন তিনবারের তৃণমূল বিধায়ক ও ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো (Srikanta Mahata)। আজ তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য পুলিশ। গত শুক্রবার শালবনিতে (Salboni) নিজের বিধানসভা কেন্দ্রে এক ঘরোয়া বৈঠকে দলীয় নেতৃত্বের একাংশ লুটেপুটে খাচ্ছে বলে মন্তব্য করেন শ্রীকান্তবাবু। তাঁকে বলতে শোনা যায়, "অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সুব্রত বক্সী, তাঁরা বুঝতে চায়নি। খারাপ লোকজনকে তাঁরা ভাল লোক বলছেন। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), নুসরত জাহান (Nusrat Jahan), জুন মালিয়া (June Malia) এবং সায়নী ঘোষের (Saayoni Ghosh) মতো সেলিব্রিটি নেতারা লুটেপুটে খাচ্ছেন। দল তাঁদের সম্পদ হিসাবে বিবেচনা করছে। এরা যদি সম্পদ হন, তাহলে তো দল করা যাবে না।"

এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শো কজ করা হয় শ্রীকান্ত মাহাতো। পরে তিনি দলের কাছে নিজের মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করে চিঠি পাঠান। তবে, তাতেও যে চিঁড়ে ভেজেনি আজ আজ সকালেই প্রমাণ হয়ে গিয়েছে। রাজ্য সরকার তাঁর নিরাপত্তা তুলে নিয়েছে। তাঁকে কেবলমাত্র একজন দেহরক্ষী দেওয়া হবে, যা তিনি একজন নির্বাচিত বিধায়ক হিসাবে পাওয়ার অধিকারী। অবশিষ্ট নিরাপত্তা কর্মীদের পুলিশ লাইনে ফিরে রিপোর্ট করতে বলা হয়েছে বলে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সূত্র জানিয়েছে। আরও পড়ুন: Anubrata Mandal: অনুব্রত ঘনিষ্ঠর বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি

মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে মাহাতো এখন কলকাতায় রয়েছেন। নিরাপত্তা প্রত্যাহার করে তাঁকেও মন্ত্রিসভার বাইরের দরজা দেখানো হবে কি না তা এখন প্রশ্ন। নাম প্রকাশ না করার শর্তে রাজ্য মন্ত্রিসভার এক সদস্য বলেছেন, "আজকের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন তা এখন দেখার বিষয়।" জানা গিয়েছে যে মাহাতো তাঁর মন্তব্যে যে সেলিব্রিটি নেতাদের নাম নিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান। মুখ্যমন্ত্রীও বিষয়টিকে হালকাভাবে নেননি।