Mamata Banerjee (Photo Credits: ANI)

গত শুক্রবার সন্ধ্য়ায় ওডিশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে রাজ্যের মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শনিবার সকালে কপ্টারে বালেশ্বরে উড়ে গিয়ে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছিলেন মমতা। এবার বাংলার মুখ্যমন্ত্রী জানালেন, ওডিশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু একজনের সরকারী চাকরী দেওয়া হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ থেকে ওডিশায় করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে দুটি ট্রেনের সংঘর্ষের দুর্ঘটনায় বাংলা থেকে সরকারী হিসেবে ৮১ জন মারা গিয়েছেন।

তিনদিনের দার্জিলিং সফর বাতিল করে আগামী বুধবার মমতা ফের ওডিশায় যাচ্ছেন। এবার তিনি কটক ও ভূবনেশ্বরে গিয়ে আহতদের সঙ্গে কথা বলবেন, মৃতদের পরিবারকে গিয়ে সমবেদনা জানাবেন। পাশাপাশি মমতা নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ হিসেবে চেক ও চাকরির চিঠি তুলে দেবেন। বালাসোর ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে রেল বোর্ডের প্রস্তাব প্রসঙ্গে মমতা বলেন, " আমরা চাই মানুষ সত্যিটা জানুক। এটা সত্যি চাপা দেওয়ার সময় নয়।"

দেখুন টুইট

ওডিশায় ট্রেন দুর্ঘটনায় রাজ্যের গুরুতর আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছিলেন মমতা। পাশাপাশি নবান্নে মমতা জানান, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় বঙ্গের যে সকল যাত্রীরা আহত হননি কিন্তু মানসিক আতঙ্ক বা ট্রমার মধ্যে রয়েছেন রাজ্য সরকারের তরফে তাঁদের ১০,০০০ টাকা দেওয়া হবে। এছাড়া তাঁদের পরিবার পিছু আগামী তিন মাস ২,০০০ টাকা এবং ত্রাণ সামগ্রী পাঠানো হবে।