কলকাতা, ৫ জানুয়ারি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly) করোনা (Covid-19) আক্রান্ত। আজ তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। মৃদু উপসর্গ থাকায় হোম আইসোলেশনে রয়েছেন সানা। গতকাল সৌরভের পরিবারের আরও তিন সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ে।
মঙ্গলবার সকালে জানা যায়, সৌরভের ছোট কাকা দেবাশিষ গঙ্গোপাধ্যায়, খুড়তুতো ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ জুঁই গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন। সকলেই রয়েছেন হোম আইসোলেশনে। আরও পড়ুন: West Bengal Weather Update: ঠান্ডায় কাঁপছে বাংলা, আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ। গত শুক্রবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।