শীলভদ্র দত্ত(Photo Credits: Facebook)

বারাকপুর, ১৮ ডিসেম্বর: শুভেন্দু অধিকারীর দল ত্যাগের পরেপরেই তৃণমূলে শুরু হয়ে গেল দলবদলের হিড়িক। শুভেন্দু, জিতেন্দ্র, শ্যামাপ্রসাদের পর এবার দল ছাড়লেন বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত (Shilbhadra Dutta)। গতকাল রাতে আমি মেলে রেজিগনেশন পাঠিয়েছি। আমার লোকেরা আজ গিয়ে অফিসে পদত্যাগ জমা করে এসেছে। দলের সদস্য পদ ছাড়লেও বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। কারণ মানুষের ভোটে জিতে এসেছেন। মানুষের কথা ভেবেই বিধায়ক পদ ছাড়ছেন না। দুবারের নির্বাচিত বিধায়ক বারাকপুরের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। নিরাপত্তা তিনি চান না, তাই সরকার চাইলেই তাঁর নিরাপত্তা সরিয়ে নিতে পারে। তবে সরকারি গাড়ি ছেড়েছেন। এখনই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কোনও কথা বলতে চাইলেন না। শীলভদ্রবাবুর অফিসের সামনে থেকে তৃণমূল নেত্রী পোস্টার সরেছে। সেখানে এসেছে স্বামী বিবেকানন্দের ছবি। আরও পড়ুন-Coronavirus Cases In India: কমেছে সংক্রমণ, শুক্রবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৯৯.৭৯ লাখ

এদিকে শোনা যাচ্ছে শনিবার মেদিনীপুরে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দিতে পারেন শীলভদ্র দত্ত। এর উত্তরে সদ্য দলত্যাগী তৃণমূল বিধায়ক বললেন জল্পনা চলতে থাকুক। তবে তিনি একা নন এদিন দল ছাড়লেন পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়। কয়েকদিন আগে পুরুলিয়ায় শুভেন্দুর সভাতে উপস্থিত ছিলেন তিনি। অন্যদিকে আসানসোলের তৃণমূল ত্যাগী জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগ নিয়ে জলঘোলা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, সায়ন্তন বসু এঁরা কেউই চাইছেন না জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে আসুক। তবে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। একইভাবে জিতেন্দ্র তিওয়ারি বলেন, কলকাতায় মেয়ের কাছে যাচ্ছি। বিজেপিতে যোগ দিতে নয়। আর খুব শিগগির আদালতে প্যাকটিস শুরু করব।

এর মধ্যেই নতুন বাংলার সারথি হিসেবে শুভেন্দুর ছবির পোস্টারে চেয়েছে দক্ষিণ কলকাতা। বারাকপুরের লালকুঠি এলাকা জুড়েও শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পড়েছে। তৃণমূলের দাবি এই পোস্টার লাগিয়েছে বিজেপি। যদিও বিজেপির দাবি তৃণমূলের সমর্থকরাই শুভেন্দু অধিকারীর পোস্টার ঝুলিয়েছে। আসানসোলের ৮৫ নম্বর ওয়ার্ডে পড়ল শুভেন্দুর অনুগামীদের পোস্টার। লেখা, আমরা দাদার অনুগামী। তবে এনিয়ে মাথা ঘামাতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।