Coronavirus Cases In India: কমেছে সংক্রমণ, শুক্রবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৯৯.৭৯ লাখ
ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৮ ডিসেম্বর: শুক্রবার ২২ হাজার ৮৮৯ জন নতুন করোনা আক্রান্তকে (Coronavirus Cases In India) নিয়ে ভারতে কোভিড রোগীর সংখ্যা ছুঁল ৯৯ লাখ ৭৯ হাজার। গতকাল সারাদিনে করোনার বলি ৩৩৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১লাখ ৪৪ হাজার ৭৮৯ জন। দেশে এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩ লাখ ১৩ হাজার ৮৩১টি। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লাখ ২০ হাজার ৮২৭ জন। গতকাল হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩১ হাজার ৮৭ জন। আইসিএমআর এর তথ্য অনুযায়ী ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৪৬টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধু বৃহস্পতিবারেই ১১ লাখ ১৩ হাজার ৪০৬টি নমুনার করোনা টেস্ট হয়।

এই মুহূর্তে করোনা সংক্রমণের নিরিখে একেবারে উপরের দিকে রয়েছে আমেরিকা। গত এক মাস ধরে সেখানে সংক্রমণের ভয়াবহতা অব্যাহত। ব্রাজিলেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত তিন মাসে এই প্রথম ব্রাজিলে এক দিনে ১ হাজার করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদিকে ইউরোপে সংক্রমণের গতি অব্যাহত থাকায় ক্রিসমাসেও লকডাউন জারি থাকছে। আরও  পড়ুন-Mamata Banerjee: শুভেন্দুর দলত্যাগের পর কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেনের (US President-elect Joe Biden) কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এল। হোয়াইট হাউসের অ্যাডভাইজার কেড্রিক রিচমন্ড করোনা আক্রান্ত হওয়ার পরই সুরক্ষার কারণে জে বিডেনের কোভিড টেস্ট করা হয়। তবে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। জানা গিয়েছে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেনের সঙ্গে বার্তালাপ করেছিলেন কেড্রিক রিচমন্ড। তারপরই তাঁর কোবিড রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার জো বিডেনের সঙ্গে নির্বাচনী প্রচারে জর্জিয়াতে গিয়েছিলেন কেড্রিক রিচমন্ড। সেখান থেকে ফেরার পরেই অসুস্থ বোধ করায় তাঁর কোভিড টেস্ট হয়। পরবর্তী কালে সেই রিপোর্ট হাতে এলে দেখা যায়, করোনা পজিটিভ কেড্রিক রিচমন্ড।