নয়াদিল্লিঃ গ্রাম লাগোয়া এলাকা থেকে মাশরুম (Mushroom) তুলে এনেছিল ১৩ শিশু। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (ICDS Center) রান্নাঘরে তা নিজেরাই রান্না করে খায় তারা। এরপরই একে-একে অসুস্থ হয়ে পড়তে থাকে ওই ১৩ শিশু। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) রাইপুর ব্লকের মাম্যুড়া গ্রামে। শুক্রবার রাত থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়তে থাকলে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে রাইপুর গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসা চলে। পরে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, শুক্রবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছুটির পর ১৩ জন শিশু মিলে গ্রাম লাগোয়া এলাকা থেকে মাশরুম তুলে আনে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরে তা নিজেরাই রান্না করে খায়। এরপর যে যার বাড় ফিরে যায়। এরপর সন্ধ্যাবেলা থেকে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করে তারা। বমি, মাথা ব্যাথা, পেট ব্যাথার মতো উপসর্গ দেখা দিতে থাকে। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় উদ্বেগে অসুস্থ শিশুদের পরিবার পরিজনেরা। এই ঘটনার ফলে প্রশ্নের মুখে পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নজরদারির বিষয়টি। প্রাথমিকভাব অনুমান, ভুলের বশে বিষাক্ত মাশরুম সংগ্রহ করে ফেলেছিল শিশুরা। যা খেয়েই এই বিপদ ঘটেছে।
West Bengal Food Poisoning: 13 School Kids Fall Sick After Eating Mushrooms They Cooked at ICDS Centre in Bankurahttps://t.co/w718rAS9Wm #WestBengal #FoodPoisoning
— LatestLY (@latestly) July 20, 2024