কলকাতা, ৫ অগাস্ট: বাংলাদেশে (Bangladesh) প্রাধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা কোথায় যাচ্ছেন, তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। সূত্রের খবর, বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা প্রথমে দিল্লিতে হাজির হতে পারেন। এরপর দিল্লি থেকে লন্ডনের দিকে উড়ে যেতে পারেন বাংলাদেশের সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়, সেই সময় পশ্চিমবঙ্গের শান্তি রক্ষায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী কী বললেন দেখুন...
Watch: On political crisis in Bangladesh, West Bengal CM Mamata Banerjee says, "We shall work according to the directions of the Government of India. I urge everyone, including political leaders, to refrain from saying or doing anything that may harm communal harmony here..." pic.twitter.com/CgjoRuSXn0
— IANS (@ians_india) August 5, 2024
দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কের খাতিরে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, সেক্ষেত্রে সব সময় সমর্থন রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে এই বিষয় নিয়ে কেউ কোনও মন্তব্য করবেন না। রাজনৈতিক নেতাদের কাছে আবেদন করেন মুখ্যমন্ত্রী।
দেখুন ট্য়ুইট...
Kolkata | After Sheikh Hasina resigns as Bangladesh PM & interim govt to form govt there, West Bengal CM Mamata Banerjee says, "I appeal to the people of Bengal to maintain peace. Do not pay attention to any kind of rumours. This is a matter between two countries, we will support… pic.twitter.com/MqqeOzdxvE
— ANI (@ANI) August 5, 2024