Nishith Pramanik (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ১৯ অক্টোবর: বাংলাদেশের (Bangladesh) ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। বাংলাদেশে যেভাবে দুর্গা পুজোর প্যান্ডেলে হামলা চালানো হয়, সে বিষয়ে কেন্দ্রের তরফে পদক্ষেপ করা হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতীয় হাইকমিশন এ বিষয়ে কথা বলবে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক (Nisith Pramanik)।

দুর্গা পুজোর (Durga Puja) সময় বাংলাদেশের কুমিল্লা, রংপুর সহ একাধিক জায়গায় দুর্গা পুজোর প্যান্ডেলে হামলা চালানো হয়। গত ১৬ অক্টোবর নোয়াখালিতে ইস্কন মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। যে ঘটনা প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়।

আরও পড়ুন: Bangladesh: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই দুর্গা পুজোর প্যান্ডেলে হামলা, দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

বংলাদেশের ঘটনা নিয়ে যখন ভারতেও প্রতিবাদ শুরু হয়, সেই সময় কেন কেন্দ্রীয় সরকার কোনও মন্তব্য করছে না, তা নিয়ে প্রশ্ন তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। ভোটের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে কেন 'নাটক' করলেন বলেও কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের (TMC)  মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।  কুণাল ঘোষের ওই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।