বিগত কয়েকদিন ধরেই বাংলাদেশের সঙ্গে ভারতের দুরত্বতা অনেকটাই বেড়েছে। পড়শি দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার থেকে শুরু করে ইসকন সন্ন্যাসীদের গ্রেফতারির পর থেকেই শুরু হয় দুই দেশের মধ্যে চাপানউতোর। এরমধ্যে ঢাকায় একটি কলেজের সামনে তেরঙ্গার ছবি পদদলিত করার পর থেকে এই বিরোধীতার সুর সপ্তমে পৌঁছেছে। কার্যত বাংলাদেশকে বয়কটের ডাক দিয়েছে কলকাতা। অন্যদিকে বাংলাদেশের তরফ থেকে কলকাতা দখলের ডাকও দেওয়া হয়েছে। এবার এই ইস্যু নিয়ে সোচ্চার ক্রীড়া দুনিয়া। সম্প্রতি এই ইস্যু নিয়ে নিন্দা করেছে ইস্টবেঙ্গল ফুটবল টিম। এছাড়া এই নিয়ে প্রতিবাদ করেছে মহামেডানও।
এবার এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার তখা বিজেপি বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda)। তাঁর মতে, যতদিন না বাংলাদেশের ক্রিকেট টিম বা তাঁদের ক্রিকেট বোর্ড এই নিয়ে প্রকাশ্যে ক্ষমা না চায় ততদিন বিসিসিআইয়ের উচিত দুই দেশের মধ্যে যেন কোনও দ্বিপাক্ষিক সিরিজ যেন না হয়। আর এই নিয়ে বিসিসিআইয়ের উচিত অবিলম্বে কোনও পদক্ষেপ নেওয়া। আর যদি বাংলাদেশের সঙ্গে কোনও খেলাও থাকে, তাহলেও আমরা এর বিরোধীতা করব। প্রয়োজনে বাংলাদেশের টিমকে মাঠে ঢুকতে দেওয়া হবে না।
প্রসঙ্গত, এই বিরোধীতার মাঝেই দিনকয়েক আগে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানরা ঢাকায় একটি ভারত বিরোধী মিছিল করে। যেখানে তাঁরা কলকাতাকে ৪ দিনের মধ্যে দখল করার হুশিয়ারি দিয়েছে। অন্যদিকে একটি মৌলবাদী দলও এরকম হুশিয়ারি দিয়েছে। যদিও এই নিয়ে ভারত সরকার বিন্দুমাত্র চিন্তিত নয়।