অবশেষে শান্তিপূর্ণভাবেই রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে সম্পন্ন হল নবম-দশম শ্রেণির এসএসসি পরীক্ষা (SSC Exam)। রবিবার দুপুর দেড়টা নাগাদ পরীক্ষা শেষ হলেও বিশেষভাবে সক্ষমদের পরীক্ষা শেষ হয়েছে ২টো নাগাদ। এদিন পরীক্ষা মোটের ওপর শান্তিপূর্ণভাবেই হয়েছে। পরীক্ষার্থীদের জন্য কলকাতা সহ বাকি জেলাগুলিতে ছিল পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা। কোথাও সেভাবে অশান্তি বা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আসেনি। আগামী রবিবার একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা রয়েছে। যদিও এই পরীক্ষা নিয়েও রাজ্য সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে বিজেপি।
কটাক্ষ অর্জুনের
বিজেপি নেতা অর্জুন সিংয়ের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর সরকার কাউকে কোনও চাকরিই দেবে না। এই এসএসসি একটা নাটক। এদের মধ্যেও অনেকে মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা রয়েছে বলে আমার মনে হয়। পরে দেখা যাবে মামলা করে নিয়োগ প্রক্রিয়া আটকে দেওয়া হয়েছে। আদপে কোনও যোগ্যরাই চাকরি পাবেন না। কারণ সরকারের কাছে তো টাকা নেই। সব টাকা তো ভাতা দিতেই বেরিয়ে যাচ্ছে, ফলে শিক্ষক-শিক্ষাকর্মীদের বেতন দেওয়ার মতো অবস্থা নেই”।
দেখুন অর্জুন সিংয়ের মন্তব্য
Barrackpore, West Bengal: BJP leader Arjun Singh says, "The Mamata Banerjee government, or Mamata Banerjee herself, is not actually in favor of giving jobs to anyone. This SSC is just another drama. Already, 156 people who are tainted teachers, whom the Supreme Court has declared… pic.twitter.com/bB23GSsJoK
— IANS (@ians_india) September 7, 2025
লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন
প্রসঙ্গত, সম্প্রতি ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যার ফলে একনিমেষে চাকরি হারায় ২৬ হাজার কর্মী। আদালতে মুখ পোড়ে কমিশন ও রাজ্য সরকারের। গত ৩০ সেপ্টেম্বর ১৮০৬ জন দাগি শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করে কমিশন। তাঁরা এই পরীক্ষায় বসতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। আজকের পরীক্ষায় ৩,১৯,৯১৯ জন পরীক্ষা দিয়েছেন। আগামী রবিবার ২,৪৬,৫০০ জন পরীক্ষা দেবেন।