কলকাতা, ২ জুলাই: ভুয়ো টিকা কাণ্ডে এবার গ্রেপ্তার আরও একজন৷ ধৃতের নাম অরবিন্দ বৈদ্য (Arbinda Baidya)৷ সে প্রাক্তন বিএসএফ কর্মী৷ ভুয়ো টিকাকাণ্ডের মূল কালপ্রিট দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিল এই অরবিন্দ বৈদ্য৷ বৃহস্পতিবার গভীর রাতে সোনারপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ ভুযো আইএএস দেবাঞ্জন দেবের সমস্ত বেআইনি কাজকর্মে মদত দিয়েছে ধৃত অরবিন্দ৷ প্রথমে না জেনে করলেও পরে বুঝতে পেরে কিন্তু সরে আসেনি৷ বরং সোনারপুরেও ক্যাম্প খুলতে সাহায্য করেছিল৷ ৪১ হাজার টাকা মাস মাইনের চাকরিতে নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্যের নিয়োগের সময় পশ্চিমবঙ্গ সরকারের নিয়োগপত্র জাল করেই দেবাঞ্জন দেব তাকে চাকরি দিয়েছিল৷
West Bengal: One Arbinda Baidya arrested last night in Kolkata in connection with fake vaccine scam where Debanjan Deb impersonated as an IAS officer. Baidya was the security personnel of Deb, had knowledge of his illegal activities and had also participated in some of them.
— ANI (@ANI) July 2, 2021
প্রতারক ও ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্যের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের যোগাযোগ রয়েছে৷ গতকালই এক সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় এই দাবি করেন৷ তিনি একটি ছবিও দেখান৷ সেখানে রাজ্যপালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে দাঁড়িয়ে আছে ধৃত অরবিন্দ বৈদ্য৷ ধনখড়ের নিরাপত্তা বলয়ের বৃত্তে কীকরে এই লোক চলে গেল, তানিয়েই প্রশ্ন তুলেছেন তিনি৷ দেবাঞ্জন দেব এই নিরাপত্তারক্ষীর হাত দিয়ে বিভিন্ন বিশিষ্ট জনের কাছে খাম পাঠাতেন, রাজ্যপালের কাছেও কী তেমন খাম গিয়েছিল কখনও? ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷