Photo credits: Wikimedia commons

কলকাতা: অগাস্টের ১০ তারিখ রহস্যমৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি জটিল হতেই একাধিক জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করে পুলিশ। সেই সময় থেকেই বিশ্ববিদ্যালয়ে থাকা অ্যান্টি র‍্যাগিং কমিটি (Anti-ragging committee) নতুন করে তৈরি করার দাবি উঠছিল। অবশেষে বৃহস্পতিবার নতুন কমিটি তৈরি কথা জানানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে।

জারি করা বিজ্ঞপ্তিতে র‍্যাগিং বিরোধী কমিটির সদস্যদের নাম, ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে। দরকারে ছাত্র-ছাত্রীরা তাঁদের সঙ্গে যোগাযোগ করে নিজের সমস্যার কথা জানাতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ভেতরের খবর, স্বপ্নদীপ কুণ্ডুর পর তদন্ত করতে গিয়ে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং বিরোধী কমিটির বেশিরভাগ সদস্যই নিষ্ক্রিয় ছিল। তাই নতুন কমিটি তৈরির প্রয়োজন দেখা দেয়।

এ প্রসঙ্গে একজন জানান, আমরা গতবারের কমিটির কাজকর্ম পর্যালোচনা করে দেখে নতুন করে কমিটি তৈরির সিদ্ধান্ত নিই। কমিটির মধ্যে ফ্যাকাল্টি ও পড়ুয়াদের প্রতিনিধিরা রয়েছে। আগামীকাল শুক্রবার  র‍্যাগিং রুখতে আগামী দিনের পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা করার জন্য নতুন কমিটির বৈঠক ডাকা হয়েছে।

কিছুদিন আগেই ইসরোর প্রতিনিধি দল এসে কৃত্রিম বুদ্ধিমত্তাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং রোখার সর্বোত্তম উপায় বলে পরামর্শ দিয়েছিল। খুব তাড়াতাড়ি তারা ফের দ্বিতীয় পরিদর্শনে আসতে চলেছে। এর মাঝেই জানা গেছে, ইসরোর কথামতো ব্যবস্থা নিতে যা খরচা হবে তা নেই কর্তৃপক্ষের কাছে। তাই খরচ পড়ুয়াদের থেকে অল্প টাকা নিয়েই করার পরিকল্পনা রয়েছে। আর পড়ুন: Mamata Banerjee Video: প্রতিদিনের রুটিনে খামতি নেই, মাদ্রিদে শাড়ি, চটি পরেই প্রাতঃভ্রমণ মুখ্যমন্ত্রীর